Advertisement

Sohini-Ranojoy: রঙে মাখামাখি সোহিনী-রণজয়, তিক্ততা ভুলে দোলের 'আদর'

দুরত্ব ভুলে এবার হয়ত সত্যিই ফের কাছাকাছি চলে এলেন সোহিনী সরকার ও রণজয়। দোলের দিন রণজয় ও সোহিনীকে দেখা গেল কাছাকাছি। আর তাঁদের ফের একসঙ্গে দেখতে পেয়ে দারুণ খুশি তাঁর ভক্তরাও। টেলি অভিনেতা প্রান্তিক ও অঙ্কিতার বাড়িতে চুটিয়ে রঙ খেললেন সোহিনী ও রণজয়। তার ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রান্তিক।

সোহিনী ও রণজয় বিষ্ণুসোহিনী ও রণজয় বিষ্ণু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Mar 2023,
  • अपडेटेड 2:07 PM IST
  • দুরত্ব ভুলে এবার হয়ত সত্যিই ফের কাছাকাছি চলে এলেন সোহিনী সরকার ও রণজয়।
  • দোলের দিন রণজয় ও সোহিনীকে দেখা গেল কাছাকাছি।
  • টেলি অভিনেতা প্রান্তিক ও অঙ্কিতার বাড়িতে চুটিয়ে রঙ খেললেন সোহিনী ও রণজয়।

দুরত্ব ভুলে এবার হয়ত সত্যিই ফের কাছাকাছি চলে এলেন সোহিনী সরকার ও রণজয়। দোলের দিন রণজয় ও সোহিনীকে দেখা গেল কাছাকাছি। আর তাঁদের ফের একসঙ্গে দেখতে পেয়ে দারুণ খুশি তাঁর ভক্তরাও। টেলি অভিনেতা প্রান্তিক ও অঙ্কিতার বাড়িতে চুটিয়ে রঙ খেললেন সোহিনী ও রণজয়। তার ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রান্তিক। 

বড়পর্দাতেও একসঙ্গে কাজ করেছেন
ইতিমধ্যে বড়পর্দাতেও রণজয় বিষ্ণু ও সোহিনী সরকার একসঙ্গে কাজ করে ফেলেছেন। সদ্য তাঁদের নতুন ছবি ‘তরঙ্গ- দ‍্য ওয়েভ অফ লাইফ’ মুক্তি পেয়েছে। এদিকে রণজয়-সোহিনীর সম্পর্ক কোথায় দাঁড়িয়ে, সে বিষয়ে স্পষ্ট কোনও ধারণা নেই কারও কাছেই। কারণ এই জুটির বিচ্ছেদ হওয়ার মাস কয়েক পর থেকে আবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল বহু জায়গায়। পুজোয় তাঁরা কলকাতা শহর ছেড়ে বাইরে ঘুরতেও গিয়েছিলেন। কিন্তু সম্পর্কের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দু’জনেই।

 

আরও পড়ুন

অঙ্কিতার জন্মদিনে প্রথম একসঙ্গে দেখা যায়
যদিও তাঁদের বিচ্ছেদের পর প্রথম একসঙ্গে দেখা যায় অভিনেত্রী অঙ্কিতার জন্মদিনের পার্টিতে। সেখানেই রণজয়ের কোলে বসে ছবি তুলেছিলেন সোহিনী। শুধু তাই নয়, কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেও সোহিনী ও রণজয়কে একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও তাঁরা তাঁদের সম্পর্কে জোড়া লাগা নিয়ে কোনও মন্তব্যই করেননি। 

দোলের রঙে রঙীন হলেন রণজয়-সোহিনী
কিন্তু ফের বসন্ত উৎসব তাঁদের আবারও কাছাকাছি এনে দিল। প্রান্তিকের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, সোহিনী-রণজয় দুজনেই রঙ মেখে রয়েছেন। সোহিনীর পায়ের নীচে আধা শুয়ে রণজয়। সোহিনীর একটা হাত রণজয়ের কাঁধে। তাঁদের পাশেই রয়েছেন প্রান্তিক-অঙ্কিতাও। চারজনেই যে দোলের ভরপুর মজা উপভোগ করেছেন তা বোঝাই যাচ্ছে। প্রসঙ্গত, প্রান্তিক ও অঙ্কিতার খুবই ভালো বন্ধু সোহিনী ও রণজয়। তাঁদের একসঙ্গে অনেক জায়গাতেই দেখা গিয়েছে।

Advertisement

 

সম্পর্ক জোড়া লাগল কিনা সে বিষয়ে মুখ খোলেননি
সোহিনী সরকার আর রণজয় বিষ্ণুর ভালোবাসা মাখা ছবিতে একসময় রঙিন হত সোশ্যাল মিডিয়ায়। তবে গত বছরই তাঁদের আলাদা হওয়ার খবর পাওয়া যায়। তারপর থেকে একসঙ্গে আর ছবি দেন না রণজয় ও সোহিনী কেউই। বছর তিনেক ধরে প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন দু'জনে। লকডাউনেও থেকেওছিলেন একইসাথে। মাসের পর মাস কাজের ফাঁকে সময় বের করে থাকতেন পাহাড়ে। এমন সম্পর্ক ভেঙে যাওয়ায় মনে আঘাত পেয়েছিল সেই সময় তাঁদের ভক্তরা। তবে এখন দেখে মনে হচ্ছে সব তিক্ততা ভুলে আবার কাছাকাছি আসছেন সোহিনী-রণজয়। তবে এবার বোধহয় তাঁদের সম্পর্ককে প্রকাশ্যে না আনার পরিকল্পনাই রয়েছে তাঁদের।  

  

Read more!
Advertisement
Advertisement