Advertisement

স্কুলেই ক্রিসমাস, শিশুদের নিয়ে সেলিব্রেশন ঋতাভরীর

'দ্য আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ' নামে সল্টলেকের একটি স্কুল চালান অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সেখানকার ছাত্রছাত্রীদের কাছে তিনি সান্তা ক্লজ। প্রতি বছর এই সময়ে স্কুলে ঝুলি ভর্তি উপহার নিয়ে হাজির হন অভিনেত্রী। এবারও তার অন্যথা হল না।

'সান্তা' ঋতাভরী চক্রবর্তী'সান্তা' ঋতাভরী চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Dec 2020,
  • अपडेटेड 11:07 PM IST
  • ঋতাভরীর প্রি-ক্রিসমাস সেলিব্রেশন।
  • উপহার দিলেন স্কুলের বাচ্ছাদের।
  • সমস্ত সুরক্ষাবিধি মেনে চলল সেলিব্রেশন।

'দ্য আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ' নামে সল্টলেকের একটি স্কুল চালান অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সেখানকার ছাত্রছাত্রীদের কাছে তিনি সান্তা ক্লজ। প্রতি বছর এই সময়ে স্কুলে ঝুলি ভর্তি উপহার নিয়ে হাজির হন অভিনেত্রী। এবারও তার অন্যথা হল না। 

ছোট-বড় নানা বক্সের উপহার। সব রঙিন কাগজে মুড়ে সান্তা ঋতাভরী হাজির স্কুলে। সমস্ত সুরক্ষাবিধি মেনে স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করে বাচ্ছাদের নিয়ে ক্রিসমাস ট্রি সাজালেন নায়িকা। লাল কাগজে মোড়া উপহারের বক্স নিজে হাতে তুলে দিলেন ছাত্রছাত্রীদের হাতে। নিজের সোশ্যাল পেজে সে ছবি শেয়ার করেছেন তিনি।

পোস্ট

আরও পড়ুন

 

মুখে বলতে না পারলেও প্রত্যেক ছাত্র-ছাত্রীর মুখেই আলো-ঝলমলে হাসি। খুশিতে জড়িয়ে ধরল প্রিয় দিদিকে। ডিসেম্বরের শুরুতেই মাথায় লাল টুপি দিয়ে সান্তা সেজেছিলে ঋতাভরী। বাড়ি, ঘর সাজিয়েছেন মাসের শুরুতেই। ক্রিসমাস ট্রি, পুতুল, আলো দিয়ে ঘর সাজিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সে ছবিও। 

 

এ সান্তা একেবারে অন্য সান্তা। লাল জোব্বা নয়, লাল টুপি নয়, ফ্লোরাল ড্রেসে, মাথায় হেয়ার ব্যান্ড দিয়ে, ড্রেসের সঙ্গে ম্যাচ করে মাস্ক পড়ে কচিকাঁচাদের সঙ্গে খুশিতে মাতলেন ঋতাভরী। 

Read more!
Advertisement
Advertisement