Advertisement

Ritabhari Chakraborty Marriage: এবছরই চর্চিত প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী! কোথায় বসবে বিয়ের আসর?

Tollywood- Bollywood Wedding 2025: ফের সানাই বাজতে চলেছে টলিপাড়ায়। যদিও শুধু টলিপাড়া বললে ভুল হবে, কারণ পাত্রী টলিপাড়ার হলেও, পাত্র বলিপাড়ার। কথা হচ্ছে ঋতাভরী চক্রবর্তী ও তাঁর প্রেমিক সুমিত অরোরাকে নিয়ে।

ঋতাভরী ও সুমিত (ছবি: ইনস্টাগ্রাম)ঋতাভরী ও সুমিত (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jan 2025,
  • अपडेटेड 10:05 PM IST

বছরের শুরুতেই সুখবর। ফের সানাই বাজতে চলেছে টলিপাড়ায়। যদিও শুধু টলিপাড়া বললে ভুল হবে, কারণ পাত্রী টলিপাড়ার হলেও, পাত্র বলিপাড়ার। কথা হচ্ছে ঋতাভরী চক্রবর্তী ও তাঁর প্রেমিক সুমিত অরোরাকে নিয়ে। স্টুডিওপাড়ার খবর, চলতি বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন জুটি। তবে কলকাতা বা মুম্বই নয়, একেবারে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন টলি নায়িকা। 

টলিউডের সূত্র বলছে, আগামী ডিসেম্বর মাসে তাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। বাঙালি ও পঞ্জাবি দুই মতেই বিয়ে হবে। তবে বিয়ের অনুষ্ঠান হবে একেবারে ঘরোয়া ভাবেই। জুটির রিসেপশন পার্টি হবে জাঁকজমকপূর্ণ ভাবেই। তবে কলকাতা, মুম্বই দুই জায়গাতেই আলাদা পার্টি হবে কিনা, তা এখনও জানা যায়নি।

তারকাদের জীবন নিয়ে কৌতূহল থাকে বেশিরভাগ মানুষের। গ্ল্যামার ওয়ার্ল্ডের নানা রকম গসিপ সব সময় আলোচনায় থাকে।  সেরকমই  বেশ কিছু মাস ধরেই আলোচনায় ঋতাভরী চক্রবর্তী। যদিও কিছুদিন আগেই নতুন সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন টলি অভিনেত্রী। দীপাবলির সময় অবশেষে মনের মানুষকে সামনে আনেন। সোশ্যাল পেজে নিজেই আলাপ করিয়ে দেন সকলের সঙ্গে। কিছুদিন আগে নায়িকার হাউজ ওয়ারর্মিং পার্টিতে টিনসেন টাউনের অনেকের সঙ্গে সুমিতের আলাপ করান ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী নিজেই। 

আরও পড়ুন

 

মনোবিদের সঙ্গে প্রেম ভাঙার পর মুম্বইয়ের খ্যাতনামী লেখক- সুমিত অরোরার সঙ্গে প্রেম করছেন ঋতাভরী চক্রবর্তী। বলিউডের পরিচিত নাম তিনি। 'জওয়ান','স্ত্রী','চন্দু চ্যাম্পিয়ান'-র মতো বক্স অফিস কাঁপানো ছবির সংলাপ লেখক। এছাড়াও সোনাক্ষী সিনহা অভিনীত 'দাহাদ' ও মনোজ বাজপেয়ী অভিনীত 'দ্য ফ্যামিলি ম্যান' ওয়েব সিরিজেরও সংলাপ তিনিই লিখেছেন। একটু খেয়াল করলে দেখা যায়, ২০২৩ সাল থেকে সুমিতের প্রায় সব ছবিতেই মন্তব্য করেন অভিনেত্রী। সেখানে কখনও তাঁকে 'বেবি' বলে সম্বোধন করেছেন, আবার কখনও লিখেছেন, 'তুমি আমার হিরো'।

 

    
প্রসঙ্গত, এর আগে ডাঃ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। তথাগত পেশায় মনোরোগ বিশেষজ্ঞ। লকডাউনের সময়েই প্রথমে বন্ধুত্ব থেকে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে তাঁদের। সংবাদমাধ্যমকে সেসময় অভিনেত্রী বলেছিলেন যে তাঁরা একসঙ্গে ফ্ল্যাট কিনে, সহবাস করছেন এবং শীঘ্রই বিয়ে পরিকল্পনা। এরপর শোনা গিয়েছিল ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করবেন ঋতাভরী- তথাগত। তবে সেসময় বিয়ের পিঁড়িতে বসেননি নায়িকা। এরপর বারবার বিয়ের জল্পনা ছড়ালেও সম্পর্ক ভেঙে যায় তাঁদের। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement