Advertisement

Sampurna Lahiri: মনোকিনিতে উষ্ণতার পারদ চড়াচ্ছেন সম্পূর্ণা! ভ্যাকেশনের সঙ্গী কি মনের মানুষ?

Tollywood Actress In Beachwear: টলিউড নায়িকা ভ্যাকেশন ডেস্টিনেশন হিসাবে বেছে নিয়েছেন সমুদ্র সৈকতকে। সোশ্যাল পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যদিও তিনি কোথায় গিয়েছেন, তা স্পষ্ট নয়। 

সম্পূর্ণা লাহিড়ী (ছবি: ইনস্টাগ্রাম)সম্পূর্ণা লাহিড়ী (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Dec 2024,
  • अपडेटेड 2:03 PM IST

চলছে ডিসেম্বর মাস। আর বছরের এই সময়টাতে পার্টি, পিকনিকের পাশাপাশি ভ্যাকেশনেও যান বহু মানুষ। অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীও এই মুহূর্তে রয়েছেন এবারে ছুটির মেজাজে। টলিউড নায়িকা ভ্যাকেশন ডেস্টিনেশন হিসাবে বেছে নিয়েছেন সমুদ্র সৈকতকে। সোশ্যাল পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যদিও তিনি কোথায় গিয়েছেন, তা স্পষ্ট নয়। 

বালির উপর বসে রয়েছেন সম্পূর্ণা। পিছনে সমুদ্র। নায়িকার পরনে কালো রঙা মনোকিনি। চোখে ফ্যাশনেবল সানগ্লাস। নো মেকআপ লুকে, বীচওয়্যারে ফ্যাশন গোলস সেট করছেন টলি অভিনেত্রী। তাহলে কি মনের মানুষের সঙ্গে বিশেষ সময় কাটাচ্ছেন নায়িকা? 

এই ট্রিপে তাঁর বয়ফ্রেন্ড গিয়েছেন কিনা তা জানা জানি না। তবে সম্পূর্ণার ইনস্টা স্টোরিতে দেখা যাচ্ছে, তিনি পোজ দিয়েছেন অন্য আরেকজন মহিলার সঙ্গে। অভিনেত্রীর কমেন্ট বক্স ভরেছে অনুগামী- নেটিজেনদের উষ্ণ ভালোবাসায়। 

আরও পড়ুন

 

২০১২ সালে অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি 'গোড়ায় গণ্ডগোল'-র মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন সম্পূর্ণা লাহিড়ী। এরপর একের পর, 'অ্যাক্সিডেন্ট', 'পাঁচ অধ্যায়', 'টেক ওয়ান', 'ব্যোমকেশ ফিরে এল', 'অন্তহীন', ' দুর্গা সহায়'-র মতো একগুচ্ছ ছবিতে কাজ করেছেন তিনি। 

শুধু বড় পর্দা নয়, ওটিটি ও টেলিভিশনেও বহু কাজ করেছেন নায়িকা। 'তারে আমি চোখে দেখিনি', 'নজর', 'বাংলা মিডিয়াম'-র মতো বহু ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করেছেন তিনি। সম্পূর্ণাকে শেষ পর্দায় দেখা গিয়েছে 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকেই। 


 

Read more!
Advertisement
Advertisement