Advertisement

Sandipta Sen: বরের কথাতেই বিয়েতে বেনারসির সঙ্গে স্নিকার্স পরেছিলেন সন্দীপ্তা! ঠিক কী কারণ ছিল?

Sandipta Sen News: হবু কনেদের জন্য নতুন ফ্যাশন গোলস সেট করেন টলিউড অভিনেত্রী। হাই হিল নয়! বধূ সন্দীপ্তা বিয়ের দিন বেনারসির সঙ্গে পরেছিলেন সাদা রঙা স্নিকার্স। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চাও হয়।

সন্দীপ্তা ও সৌম্য (ছবি: ইনস্টাগ্রাম)সন্দীপ্তা ও সৌম্য (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Feb 2024,
  • अपडेटेड 11:12 AM IST

নতুন কোনও কিছু করতে যেমন সাহস লাগে, সেরকম মনের জোরও রাখতে হয়। সাবেকি বেনারসির সঙ্গে পায়ে স্নিকার্স পরে বিয়েতে সকলকে তাক লাগিয়েছিলেন সন্দীপ্তা সেন। বর্তমানে 'ট্রোলিং' শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। বিশেষত তারকাদের প্রায় প্রতি মুহূর্তেই কটাক্ষের শিকার হতে হয়। সব সময়ই তাঁদের থাকতে হয় নেটিজেনদের স্ক্যানারে। বাদ যাননি 'কনে' সন্দীপ্তাও।

হবু কনেদের জন্য নতুন ফ্যাশন গোলস সেট করেন টলিউড অভিনেত্রী। হাই হিল নয়! বধূ সন্দীপ্তা বিয়ের দিন বেনারসির সঙ্গে পরেছিলেন সাদা রঙা স্নিকার্স। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চাও হয়। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে এবং এর পরবর্তী জীবন নিয়ে কথা বলেন সন্দীপ্তা সেন। তিনি বলেন, বিয়ের সঙ্গে স্নিকার্স পরার জন্য তাঁকে নিয়ে অনেক আলোচনা হয়।

নায়িকার কথায়, "আমার বিয়ে নিয়ে খুব একটা ট্রোলিং হয়নি। তবে আমি স্নিকার্স পরেছিলাম বলে অনেকেই লিখেছিল। যদিও অনেকে প্রশংসাও করেছে। আসলে আমার মনে হয়, মেয়েরা বুঝতে পেরেছে হিল পরা মেয়েদের জন্য কতটা কষ্টকর, পেয়ে কী ব্যথা হয়। আর এই প্ল্যানটা আমায় সৌম্যই (সন্দীপ্তার স্বামী) দিয়েছিল। এজন্যে ওয়েডিং স্যু বলতে আমি স্নিকার্সটাই কিনেছি।" 

আরও পড়ুন

যারা নায়িকাকে কটাক্ষ করেছেন তাদের পাত্তা না দিয়ে তিনি বলেন, "সত্যিই হিল পরে পায়ে খুব ব্যথা হয়। অতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সারাদিন এত ধকল যায়। পা আমার। পা ব্যথা হলে আমারই হবে। আর আমি সারাদিনই ওটা পরেছিলাম। নিজের যেটা পরে স্বাচ্ছন্দ বোধ হয়, সেটা জরুরি মার মনে হয়। তাই লোক কী বলছে তাতে কী...।" 

সময়টা বেশ ভালই যাচ্ছে সন্দীপ্তা সেনের। গত ডিসেম্বর মাসে প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের প্রায় দু'মাসের মাথায় সুখবর দিয়েছেন অভিনেত্রী। 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান'-র মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেছিলেন। এবার ফের বড় পর্দায় ফিরছেন তিনি। ছবির নাম 'আপিস'। বাণী বসুর গল্প অবলম্বনে তৈরি এই ছবির পরিচালনা করছেন সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ।
    
প্রসঙ্গত, নতুন সংসার করছেন সন্দীপ্তা সেন। এদিকে দু'জনের কাজের চাপে মধুচন্দ্রিমায় যেতে পারেননি এখনও। তবে পাহাড় থেকে ঘুরে এসেছেন মাঝে। সংসার- কাজ কী করে সামলাচ্ছেন? অভিনেত্রী জানান, যেহেতু সৌম্যের বাবা-মা মারা গিয়েছেন, তাই  বাড়িতে সদস্য বলতে এখন তিনি ও তাঁর স্বামী। ফলে বিয়ের পরের সেই দায়দায়িত্ব, চাপ নিতে হয় না তাঁকে এখনও। নিজের বাড়ি থেকেই শ্যুটিংয়ে যান। আবার সৌম্যের বাড়িতেও থাকেন। সব মিলিয়ে বিশেষ কোনও চাপ নিতে হচ্ছে না অভিনেত্রীকে। তাঁর কাছে আগের মতোই আছে সব কিছু।
    

Advertisement

Read more!
Advertisement
Advertisement