Advertisement

Sara Sengupta Bollywood Debut: বলিউডে ডেবিউ করবেন সারা! যিশু- নীলাঞ্জনা কন্যাকে লঞ্চ করছেন এই বলি সুপারস্টার?

Sara Sengupta: উরোপের বিলাসবহুল ফ্যাশন সংস্থার মডেল হয়েও র‍্যাম্পে  হেঁটেছেন টলিপাড়ার এই স্টারকিড। এবার বড় খবর শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে। স্টুডিও পাড়ায় খবর এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন সারা। 

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Jan 2025,
  • अपडेटेड 2:12 PM IST

সৃজিত মুখোপাধ্যায়ের ছবির মাধ্যমে অভিনয়ে জগতে পা রেখেছিলেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার কন্যা সারা। এরপর আর পর্দায় দেখা যায়নি ঠিকই। তবে চুটিয়ে মডেলিং করেছেন। এমনকী ইউরোপের বিলাসবহুল ফ্যাশন সংস্থার মডেল হয়েও র‍্যাম্পে  হেঁটেছেন টলিপাড়ার এই স্টারকিড। এবার বড় খবর শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে। স্টুডিও পাড়ায় খবর এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন সারা। 

শুধু তাই নয়, টলিপাড়ার কানাঘুষো শোনা যাচ্ছে বলিউডের ভাইজানের হাত ধরেই নাকি সারার অভিনয় কেরিয়ারে এত বড় ব্রেক আসতে চলেছে। সলমন খানের ব‌্যানার থেকেই যিশুকন্যাকে লঞ্চ করা হতে পারে বলে খবর। সব ঠিকঠাক থাকলে এছরই নাকি সুখবর আসবে। যদিও এখনও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সারা বা তাঁর পরিবার। এখন অপেক্ষা এই খবরে তাঁদের সিলমোহর দেওয়ার। 

সারার বয়স বর্তমানে ১৮। ১৯ বছরে পা দিয়েছেন গত নভেম্বর মাসে। ২০২৩ সালে মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে র‍্যাম্পে হেঁটে সকলের নজর কেড়েছেন সারা। তাঁর চোখে- মুখে, বডি ল্যাঙ্গুয়েজে ছিল আত্মবিশ্বাস। সেদিনের ফ্যাশন শোয়ে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বহু তারকা- শিল্পপতিরা। বলিউড অভিনেত্রী রেখা, অনুষ্কা শর্মা, সোনম কপুর, অনন্যা পণ্ডে, ক্রিকেটার বিরাট কোহলী ছাড়াও ছিলেন অম্বানীরাও। এখানে আমন্ত্রিত ছিলেন বিশ্বের শীর্ষ সুপারমডেল বেলা হাদিদ এবং জিজি হাদিদও। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় তাঁর নানা ফটোশ্যুট। মায়ের সঙ্গে মুম্বইতে সারার যাতায়াত লেগেই থাকে।

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০১৮ সালে সৃজিত পরিচালিত 'উমা' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সারা। এই ছবির মাধ্যমেই বাংলা ছবিতে ডেবিউ করে সে। কলকাতায় সুপারমডেল নয়নিকা চট্টোপাধ্যায়ের কাছে কিছু দিন তালিম নিয়েছিলেন যিশু- নীলাঞ্জনা কন্যা। ভবিষ্যতে শোবিজ ইন্ডাস্ট্রিতে যে পাকাপাকি জায়গা করবে সারা, সেই আভাস পাওয়া যাচ্ছে এখনই। 

 

Read more!
Advertisement
Advertisement