Advertisement

Satabdi Roy With Daughter: 'ফুল কেন লাল হয়...' নিজের হিট গানে মেয়ের সঙ্গে নাচ শতাব্দীর! মায়ের পথই অনুসরণ করবেন সামিয়ানা?

Tollywood Star Kid: বাপ্পি লাহিড়ীর সুরে, গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে। তিন দশক পরে সেই গানের তালে নেচে উঠলেন শতাব্দী। মেয়ের সঙ্গে রিলস বানিয়ে শেয়ার করলেন সকলের সঙ্গে।  

শতাব্দী ও শামিয়ানা (ছবি: ইনস্টাগ্রাম) শতাব্দী ও শামিয়ানা (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Jun 2025,
  • अपडेटेड 1:18 PM IST

প্রায় চার দশক ধরে দর্শকের মনের অনেক কাছে রয়েছেন শতাব্দী রায়। নয়ের দশকের বাংলা ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। বক্স অফিসে দারুণ লক্ষ্মীলাভ করেছিল ছবিগুলি। এমনকী তাঁর অভিনীত ছবিগুলির বহু গান আজ হিট। 

১৯৮৭ সালে মুক্তি পায় শতাব্দীর ছবি 'গুরু দক্ষিণা'। অঞ্জন চৌধুরী পরিচালিত এই ছবিটি আজও ক্লাসিক বাংলা ছবিগুলির মধ্যে একটি। 'গুরু দক্ষিণা'-র গান 'ফুল কেন লাল হয়' আজও জনপ্রিয়। বাপ্পি লাহিড়ীর সুরে, গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে। তিন দশক পরে সেই গানের তালে নেচে উঠলেন শতাব্দী। মেয়ের সঙ্গে রিলস বানিয়ে শেয়ার করলেন সকলের সঙ্গে।  

মেয়ে সামিয়ানার সঙ্গে 'ফুল কেন লাল হয়' গানের সঙ্গে নেচেছেন নায়িকা। অভিনেত্রীর পরনে গোলাপী শাড়ি। অন্যদিকে কালো রঙা শাড়িতে সেজেছেন সামিয়ানা।‌ মা-মেয়ের সুন্দর নাচ দেখে ভালোবাসায় ভরিয়েছেন নেটিজেনরা। অনেকে আবার টলিউডের এই স্টার কিডকে বাংলা ছবির পর্দায় দেখার আবদার জানিয়েছেন। যদিও ভবিষ্যতে তিনি মায়ের পথই অনুসরণ করবেন কিনা, তা এখনও জানা যায়নি।  

আরও পড়ুন

 

 

প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পরে এবছরই টলিউডে কামব্যাক করেছেন শতাব্দী রায়। সম্প্রতি মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিকের ছবি 'বাৎসরিক'। ভৌতিক ঘরানার এই ছবিতে একজন রহস্যময়ীর চরিত্রে দেখা গিয়েছে শতাব্দীকে। ছবির প্রিমিয়ারে ছেলে- মেয়েকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী- সাংসদ। সামিয়ানা এদিন জানান, এই প্রথমবার মাকে পর্দায় দেখেছেন তিনি।

Read more!
Advertisement
Advertisement