নিত্য নতুন ট্রেন্ডিং গানে রিলস বানানো হাল আমলের নেটিজেনদের 'টু ডু' তালিকার মধ্যে পড়ে। বর্তমানে 'কহি আগ লগে লাগ যাভে' জ্বরে কাবু নেটপাড়া। নেটিজেন থেকে শুরু করে এই গানে বুঁদ তারকারাও। নয়া ট্রেন্ড থেকে বাদ যাননি এই মুহূর্তে বাংলার বিভিন্ন তারকারাও। ট্রেন্ডিং এই গানের সঙ্গে জমিয়ে শেয়ার করছেন ইন্সটা রিলস যা, মুহূর্তে ভাইরাল হচ্ছে। ঐশ্বর্য রাই বচ্চনের এই গানের ইন্সটা রিলস ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়। এবার ট্রেন্ডিং এই গানের সঙ্গে রিলস শেয়ার করলেন শতাব্দী রায় ও তাঁর মেয়ে।
সোশ্যাল মিডিয়ায় হঠাৎ সক্রিয়
প্রায় চার দশক ধরে দর্শকের মনের অনেক কাছে রয়েছেন শতাব্দী রায়। নয়ের দশকের বাংলা ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। বক্স অফিসে দারুণ লক্ষ্মীলাভ করেছিল ছবিগুলি। এমনকী তাঁর অভিনীত ছবিগুলির বহু গান আজ হিট। অভিনেত্রীর এক ছেলে ও এক মেয়ে। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ বেশ সক্রিয় থাকছেন অভিনেত্রী। নিজের মনের কথা প্রায়ই তুলে ধরেন সকলের সামনে। সেই সঙ্গে ভিন্ন রিলস শেয়ার করেন। বেশ কিছু রিলসে তাঁর সঙ্গী, মেয়ে।
'কহি আগ লগে লাগ যাভে' ট্রেন্ড
কিছুদিন আগেই মেয়ে সামিয়ানার সঙ্গে 'ফুল কেন লাল হয়' গানের সঙ্গে নেচেছেন শতাব্দী। মা-মেয়ের সুন্দর নাচ দেখে ভালোবাসায় ভরিয়েছেন নেটিজেনরা। অনেকে আবার টলিউডের এই স্টারকিডকে বাংলা ছবির পর্দায় দেখার আবদার জানিয়েছেন। এবার 'কহি আগ লগে লাগ যাভে' গানের ট্রেন্ডে গা ভাসালেন। রিলসটি এই মুহূর্তে ভাইরাল। প্রশংসা- ভালোবাসায় ভরাচ্ছেন নেটিজেনরা।
প্রায় ৪ লক্ষ ৮২ হাজার রিলস
১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল 'তাল'। উদিত নারায়ণ, আশা ভোঁসলে, রিচা শর্মার গাওয়া এই গানটির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। প্রায় ২৬ বছর পরে সেই গানটির একটা অংশ হঠাৎ জনপ্রিয় হয়ে ওঠে। ইনস্টাতে প্রায় ৪ লক্ষ ৮২ হাজার রিলস তৈরি হয়েছে এই গানের।
সামিয়ানাও বিনোদন দুনিয়ায়?
মায়ের মতো কি সামিয়ানাও বিনোদন দুনিয়ায় পা রাখবেন? সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে ছেলে- মেয়েদের পড়াশোনা, ভবিষ্যৎ কথা বলেন শতাব্দী। অভিনেত্রী বলেন, "মেয়ের ইচ্ছে আছে অভিনয় করার, ও সব সময় বলে। আমার ছেলে এখন স্পেনে মাস্টার্স করছে। আর মেয়ে ক্লাস সেভেনে পড়ে মডার্ন হাই স্কুলে। ছেলের অভিনয় করার ইচ্ছে নেই। তবে এত ডায়লগ মুখস্থ করতে হবে ভেবে মেয়ে বলে, তাহলে বোধ হয় র্যাম্প শোতে হাঁটাই ভাল। আসলে এরা খুব সহজ পদ্ধতি খোঁজে। সহজে রিল বা এসব দেখে বলে, জীবনটাই অন্যরকম। তবে ইচ্ছে আছে।"
শতাব্দী আরও যোগ করেন, "আমার দুঃখ হয় যে আমার মেয়ে কবিতা বলে না, ছেলে একটু লেখে না। আমি মা হিসাবে চাই আমার যা যা গুণ ওরা কিছুটা যেন পায়। কিংবা ওরা যেন আমার থেকে এগিয়ে যাক। কিন্তু ওদের নাচ- গান কিছুতেই খু্ব একটা আগ্রহ নেই। জানি না সময় কী বলবে। তবে আমার কাজগুলো ওরা করলে, আমি খুব খুশি হবো।
প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পরে এবছরই টলিউডে কামব্যাক করেছেন শতাব্দী রায়। সম্প্রতি মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিকের ছবি 'বাৎসরিক'। ভৌতিক ঘরানার এই ছবিতে একজন রহস্যময়ীর চরিত্রে দেখা গিয়েছে শতাব্দীকে। সেই ছবির প্রিমিয়ারে ছেলে- মেয়েকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী- সাংসদ। শামিয়ানা এদিন জানান, এই প্রথমবার মাকে পর্দায় দেখেছেন তিনি।