দুই বাংলার ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য যেমন অনেকটা এক, সেরকম এবার ও ওপার বাংলাকে একসূত্রে গাঁথে ঢালিউড ও টলিউড। যেমন টলিপাড়ার শিল্পীরা যুগ যুগ ধরে বাংলাদেশের ছবিতে কাজ করছেন, সেরকম ঢালিউডের বহু তারকাও কাজ করছেন ভারতীয় বাংলা ছবিতে। এবার টলিউড ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ঢালিউড নায়িকা শবনম বুবলিকে। তিনি জুটি বাঁধবেন পর্দার 'মন্টু পাইলট- সৌরভ দাসের সঙ্গে।
রাশেদ রাহার পরিচালনায় আসছে 'ফ্ল্যাশব্যাক'। নতুন এই বাংলা ছবিতে সৌরভ, বুবলি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সোমবার প্রকাশ্যে এল ছবির টিজার পোস্টার। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। ছবির গল্প রাশেদ ও খায়রুলের। টিজার পোস্টার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা।
এক সময়ের স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব অঞ্জন। বহুদিন হল সব ছেড়ে অনেকটাই অদৃশ্য তিনি। এখনও অঞ্জন অভিনয় করেন। তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। অঞ্জন চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যদিকে ডিকে রূপে দেখা যাবে সৌরভ দাসকে। এক ভবঘুরে চরিত্রে অভিনয় করবেন তিনি। অন্যদিকে শবনম বুবলী ছবিতে, পেশায় একজন চলচিত্র পরিচালক। তাঁর চরিত্রের নাম শ্বেতা। জীবনের পথে দেখা হয় এই তিনজনের। পাহাড়ের প্রেক্ষাপটে তাঁদের গল্প ধীরে ধীরে রোমাঞ্চকর হয়ে ওঠে। জীবনের খেলায় কোন দিকে যাবে ছবির মোড়? সব উত্তর মিলবে, 'ফ্ল্যাসব্যাক'-এ।
পরিচালক রাশেদ রাহা জানান, "এই ছবিতে অঞ্জনের চরিত্রে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় অনবদ্য। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে শবনম বুবলী ও সৌরভও অসাধারণ।"
শবনম বুবলী জানান, "ভারতের ছবিতে অভিনয় করতে পারাটা আমার খুব ভাল লাগার বিষয়। অসাধারণ একটি টিম, অসাধারণ সমস্ত অভিনেতা। কৌশিক স্যার ও সৌরভের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা দারুণ। আমাদের পরিচালক রাশেদ রাহা একজন দক্ষ পরিচালক, খুব ভাল অভিজ্ঞতা এই ছবিতে অভিনয় করার। আর চরিত্রটা দারুণ। আশা করছি সকলের ভালোবাসা পাবো।"
সৌরভ দাসের কথায়, "এই ছবিতে আমার চরিত্রের মধ্যে আলাদা একটি মজা আছে। কৌশিকদা, বুবলীর সঙ্গে অভিনয় করা সত্যি দারুণ অভিজ্ঞতা। এর আগে বুবলীর সঙ্গে কাজ করা হয়নি আমার। দর্শকদের ভাল লাগবে ছবিটি।"
ইতিমধ্যে কলকাতায় শুরু হয়েছে ছবির শ্যুটিং। ছবির অনেক দৃশ্যের শ্যুটিং হবে উত্তরবঙ্গের পাহাড়ে। নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুনের প্রযোজনায়, এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট ও বিগ আর এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি মুক্তি পাবে চলতি বছরেই।