Advertisement

Shiboprosad- Srabanti: শ্রাবন্তীর খোলা পিঠে প্রেমের কবিতা লিখলেন শিবপ্রসাদ, মুক্তি পেতেই চর্চায় গানের ঘনিষ্ঠ দৃশ্য

Shiboprosad- Srabanti New Song: দৃশ্যে একটু একটু করে গড়ে উঠছে শিবপ্রসাদ - শ্রাবন্তীর প্রেম- সম্পর্ক, যা পড়ে গড়ায় বিয়ে অবধি। এরপরের দৃশ্যেই নায়িকার উন্মুক্ত পিঠে পেন দিয়ে কবিতা লিখলেন শিবপ্রসাদ।

'আমার বস'-র দৃশ্যে শিবপ্রসাদ -শ্রাবন্তী (ছবি:সংগৃহীত)'আমার বস'-র দৃশ্যে শিবপ্রসাদ -শ্রাবন্তী (ছবি:সংগৃহীত)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Apr 2025,
  • अपडेटेड 2:52 PM IST

একদিকে তিনি যেমন দাপুটে অভিনেতা, সেরকমই পরিচালক কিংবা প্রযোজক রূপেও বলে বলে গোল দেন বাকিদের। আগেও পর্দায় তাঁর প্রেমিক সত্ত্বা চর্চায় এসেছে, ফের প্রেমিক রূপে নজর কাড়লেন তিনি। ছবির গানের দৃশ্য প্রকাশ্যে আসতেই হৈচৈ টলিপাড়ায়। কথা হচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে। শুক্রবার শ্রাবন্তীর সঙ্গে তাঁর প্রেমের ঝলক সামনে আসতেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে নেটমাধ্যমে। 

"তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন? তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন?...", নেপথ্যে শোনা যাচ্ছে অনুপম রায়ের গলায় এই গান। দৃশ্যে একটু একটু করে গড়ে উঠছে শিবপ্রসাদ - শ্রাবন্তীর প্রেম- সম্পর্ক, যা পড়ে গড়ায় বিয়ে অবধি। এরপরের দৃশ্যেই নায়িকার উন্মুক্ত পিঠে পেন দিয়ে কবিতা লিখলেন শিবপ্রসাদ। "সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে? বিনা চেষ্টায় মরে যাব একেবারে, সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান? বৃষ্টিতে, আমি বৃষ্টিতে খানখান...", জয় গোস্বামীর 'ঈশ্বর আর প্রেমিকের সংলাপ'-র পঙ্‌ক্তি শ্রাবন্তীর পিঠে লিখলেন অভিনেতা- পরিচালক। 

 

আরও পড়ুন

'আমার বস' ছবির নতুন গান 'মালাচন্দন' মুক্তি পেয়েছে। আর সেখানেই সাহসী দৃশ্যে দেখা গেল দুই অভিনেতাকে। পর্দায় তাঁকে দেখতে যতটা সাবলীল লাগুক না কেন। বাস্তবে প্রেমের দৃশ্যে অভিনয় করতে একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না শিবপ্রসাদ। এমনকী ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় তাঁর হাত-পা কাঁপতে থাকে। এই আড়ষ্টতা কাটাতে তাঁকে সাহায্য করেন নন্দিতা রায়। সেই সঙ্গে নায়িকাদের সহযোগিতায় সফলভাবে আদ্যোপান্ত প্রেমিক রূপে ধরা দেন তিনি। এর আগে 'কণ্ঠ'-তে পাওলি দাম কিংবা 'বহুরূপী'-তে কৌশানী মুখোপাধ্যায়কেও এজন্যে কিছুটা বেগ পেতে হয়েছিল।

 

 

প্রসঙ্গত, 'আমার বস' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী রাখী গুলজার। রাখী ও শিবপ্রসাদ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও অভিনয় করছেন কাঞ্চন মল্লিক, সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস, আভেরি সিংহ রায়, ঐশ্বর্য সেন, উমা বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা। ছবির জন্য অনুপম রায়ের সুরে একটি গান গেয়েছে প্রশ্মিতা পাল। সদ্য মুক্তিপ্রাপ্ত 'মালাচন্দন' গানটির কথা-সুর অনুপমেরই। মা- ছেলে রূপে পর্দায় দেখা যাবে রাখী ও শিবপ্রসাদকে। আগামী ৯ মে বড় পর্দায় মুক্তি পাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ পরিচালিত, উইন্ডোজ প্রযোজনা সংস্থার এই ছবিটি। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement