Advertisement

রক্তদানে হ্যাপি সানডে ইমনের, আপনারাও করুন

কোথাও কোনও বড় জমায়েত সম্ভব নয়। এতে সংকটে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। করোনা রোগী তো বটেই, সবচেয়ে বড় সমস্যায় রয়েছেন থ্যালাসেমিয়া রোগীরা। কারণ তাঁদের একটি নির্দিষ্ট সময় অন্তর রক্তের প্রয়োজন হয়। মানুষকে করোনায় সাহায্য করার সঙ্গে রক্তদানেও উৎসাহ দিতে এগিয়ে এলেন গায়িকা ইমন চক্রবর্তী। ছুটির দিন রক্ত দিয়ে ইমনের বার্তা, 'সমাজের কাজ করছি।'

ইমন চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2021,
  • अपडेटेड 5:50 PM IST
  • মানুষকে করোনায় সাহায্য করার সঙ্গে রক্তদানেও উৎসাহ দিতে এগিয়ে এলেন গায়িকা ইমন চক্রবর্তী।
  • ছুটির দিন রক্ত দিয়ে ইমনের বার্তা, 'সমাজের কাজ করছি।'

করোনার কারণে রক্তদান শিবির হচ্ছে না। কোথাও কোনও বড় জমায়েত সম্ভব নয়। এতে সংকটে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। করোনা রোগী তো বটেই, সবচেয়ে বড় সমস্যায় রয়েছেন থ্যালাসেমিয়া রোগীরা। কারণ তাঁদের একটি নির্দিষ্ট সময় অন্তর রক্তের প্রয়োজন হয়। মানুষকে করোনায় সাহায্য করার সঙ্গে রক্তদানেও উৎসাহ দিতে এগিয়ে এলেন গায়িকা ইমন চক্রবর্তী। ছুটির দিন রক্ত দিয়ে ইমনের বার্তা, 'সমাজের কাজ করছি।'

এর আগে স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র-র মত সেলেবরা এগিয়ে এসে রক্তদান করেছেন, যাতে সাধারণ মানুষও করোনার প্রোটোকল মেনে রক্তদানে এগিয়ে আসেন। চরম রক্ত সংকটের সময় সাবধানতার সঙ্গে রক্তদানে এগিয়ে আশতে হবে সকলকে। সোশাল মিডিয়ায় রক্তদানের ছবি এবং ভিডিও পোস্ট করেন ইমন। পোস্টে তিনি লেখেন, 'রক্তদান করছি। সমাজের কাজ করছি। হ্যাপি সানডে।' ইমনের এই কাজকে রীতিমতো প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।

 

এর আগে সোশাল মিডিয়ায় রক্তদানের ছবি পোস্ট করেন স্বস্তিকা। তিনি একা নন, তাঁর সঙ্গে ফুডকা সিরিজে মুখ দেখানো ইন্দ্রজীৎ লাহিড়ীও ছিলেন। সঙ্গে আরও এক বান্ধবী ছিলেন যিনি রক্তদান করেন। সোশাল মিডিয়ায় স্বস্তিকা বার্তা, 'কথা তো অনেক দিলেন, এবার একটু রক্ত দিন। আর সঙ্গে বন্ধু বান্ধবীদের ও নিয়ে যান... I did my duty. Yes it’s my duty and yours too. Because ‘WE’ are all we have. Someone is saving someone. Be that ‘someone’ and save lives. GET IN TOUCH WITH @bloodmates'

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement