Advertisement

'নারী-মাতৃ কত দিবস, কিন্তু মেয়েদের অবস্থা পাল্টায়নি', মত ভাস্বরের

নারী থেকে মা, সারা বিশ্বে নারীর সত্ত্বা এবং স্পিরিটকে উদ্‌যাপন করার জন্য রয়েছে নানা দিবস। কিন্তু তাতে নারীদের অবস্থা কতটা পাল্টেছে? এমন সঙ্গত প্রশ্ন তুললেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। দীর্ঘ কাল ধরে রক্তমজ্জাগত ধারণা এবং অত্যাচারের মনোভাব কি আজও এতটুকু পাল্টেছে? ফেসবুকে Mother's Day উপলক্ষে অনেকেই লেখা-ছবি ইত্যাদি পোস্ট করেছেন। ভাস্বরও করেছেন, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে।

ভাস্বর চট্টোপাধ্যায়ভাস্বর চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 May 2022,
  • अपडेटेड 5:38 PM IST

নারী থেকে মা, সারা বিশ্বে নারীর সত্ত্বা এবং স্পিরিটকে উদ্‌যাপন করার জন্য রয়েছে নানা দিবস। কিন্তু তাতে নারীদের অবস্থা কতটা পাল্টেছে? এমন সঙ্গত প্রশ্ন তুললেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। দীর্ঘ কাল ধরে রক্তমজ্জাগত ধারণা এবং অত্যাচারের মনোভাব কি আজও এতটুকু পাল্টেছে? ফেসবুকে Mother's Day উপলক্ষে অনেকেই লেখা-ছবি ইত্যাদি পোস্ট করেছেন। ভাস্বরও করেছেন, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে।

তিনি লিখছেন, 'মাকে নিয়ে লেখার তো অনেক কিছু আছে। মা ভাল রান্না করতে পারত, ভাল গান গাইত,ভীষন disciplined ছিল, অসম্ভব সময় জ্ঞান ছিল, কথা দিয়ে কথা রাখত। কিন্তু মা এর অনেক গল্প ছিল যে গুলো অনেকেই জানে না। মায়ের থেকেই শোনা, আমার বাবার সাথে বিয়ে হওয়ার আগে, তখন যেমন নিয়ম ছিল, মা কে অনেক ছেলের বাড়ির লোক দেখতে এসেছিল। কেউ পণ চাইতো তো কেউ মেয়ে বড্ড রোগা বলে চলে যেত।'

'কেউ কেউ,মানে মহিলারাই মায়ের হাতের চামড়া ঘষে দেখত যে মা কোনো প্রসাধন এর সাহায্যে সুন্দর সুশ্রী সেজে বসে আছে কিনা। মা কে এসব অপমান দিনের পর দিন সহ্য করতে হয়েছে। বিয়ের পরেও কিছু আত্মীয় মায়ের গায়ের রং নিয়ে হেয় করেছে। আমার বাবার পাশে মা কে মানায় না সেটাও বোঝানো হয়েছে। আমি জন্মাবার সময় বলা হয়েছে ছেলে যেন ফরসা হয়😁😁😁as if এটাও মায়ের হাতে। আমি রেগে যেতাম শুনে কিন্তু মা বলত আমি কোনোদিন গায়ে মাখলাম না, তুই মাখছিস কেন।'

আরও পড়ুন

'Mother’s Day মানে তো এক প্রকার নারী দিবস-মেয়েদের অবস্থা সেই একই রয়েছে। কদিন আগে একটি মেয়ের সাথে কথা হল,বয়স ২০,বিবাহিতা।তার শ্বশুরবাড়ির আপত্তি তার লেখা পড়া করা নিয়ে,তাই তাকে জোরে Tv চালিয়ে পড়তে হয় যাতে কেউ বুঝতে না পারে। হায়রে দুনিয়া!'

 

Read more!
Advertisement
Advertisement