সৌমিত্র চট্টপাধ্যায়ের শারীরিক অবস্থা ক্রমশ উদ্বগ বাড়াচ্ছে সকলের। শনিবারের পর রবিবার তাঁকে দেওয়া হয়েছে আরও এক ইউনিট প্লাজমা। কোভিড এনসেফেলোপ্যাথির সঙ্গে রয়েছে মেটাবলিক এনসেফেলোপ্যাথি। তাঁর মধ্যে রয়েছে কিছুটা মানসিক অস্থিরতা।
পোস্টেট ক্যানসার, হাইপার টেনশন, উচ্চ পিএস কাউন্ট ও ডায়বেটিসের মতো একাধিক কো-মোর্বিডিটি থাকার কারণে করোনার প্রভাব বাড়ছে তাঁর শরীরে। তার সঙ্গে হৃদযন্ত্রেও অস্ত্রপ্রচার হয়েছিল তাঁর। একাধিক শারীরিক সমস্যাই বেশী ভাবাচ্ছে চিকিৎসকদের।
মূত্রনালীতে ইনফেকশনের সঙ্গে লাং ইনফেকশন ধরা পড়েছে সৌমিত্র বাবুর। সোমবার করা হতে পারে এমআরআই। এই মুহুর্তে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৬ জন ডাক্তার চিকিৎসা করছে তাঁর। হাসপাতাল সূত্রের খবর, যে কোনো মুহূর্তে দিতে হতে পারে ভেন্টিলেশন সাপোর্ট।
করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান এই অভিনেতাকে। মাঝের দুটো দিন শারীরিক অবস্থা কিছুটা ভালো হলেও, শুক্রবার থেকে নতুন করে পরিস্থিতি খারাপ হতে শুরু করে তাঁর।
তাঁর দ্রুত সুস্থ কামনায় প্রার্থণা করছে অসংখ্য অনুরাগী থেকে বিনোদন জগতের মানুষেরা।