Advertisement

Soumitrisha- Shakib: দেবের পর এবার শাকিবের নায়িকা সৌমিতৃষা? সিনে দুনিয়ায় জোর চর্চা

Soumitrisha Kundoo- Shakib Khan: হঠাৎ স্টুডিওপাড়ায় আলোচনা সৌমিতৃষাকে নিয়ে। নতুন জল্পনা, এবার নাকি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধবেন নায়িকা। আসলে এই নিয়ে চর্চা শুরু হয় সম্প্রতি শহরে শাকিবের আসার পর।

শাকিব খান- সৌমিতৃষা কুণ্ডু (ছবি: ফেসবুক)শাকিব খান- সৌমিতৃষা কুণ্ডু (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Nov 2024,
  • अपडेटेड 7:14 PM IST

বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। ছোট পর্দা থেকে বিনোদন জগতে হাতে খড়ি এবং পরিচিতি হলেও এখন তিনি বড় পর্দারও নায়িকা। সম্প্রতি সে তালিকায় যোগ হয়েছে আরও একটি মাধ্যম। ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করছেন বাংলা টেলিভিশনের মিঠাই। প্রথম সিরিজেই মুখ্য চরিত্রে রয়েছেন সৌমিতৃষা। ফের আলোচনায় অভিনেত্রী। এবার ঢালিউডের নায়িকা হবেন মিঠাইরাণী? 

হঠাৎ স্টুডিওপাড়ায় আলোচনা সৌমিতৃষাকে নিয়ে। নতুন জল্পনা, এবার নাকি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধবেন নায়িকা। আসলে এই নিয়ে চর্চা শুরু হয় সম্প্রতি শহরে শাকিবের আসার পর। এসকে মুভিজের নতুন একগুচ্ছ ছবি ঘোষণার অনুষ্ঠানে সামিল হয়েছিলেন ওপার বাংলার নায়ক। আর সেখানেই দুই তারকাকে দেখা যায় আলাপচারিতায় ব্যস্ত থাকতে। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল শাকিব- সৌমিতৃষার ভিডিও। অনেকের মনেই প্রশ্ন, কবে একসঙ্গে দেখা যাবে শাকিব- সৌমিতৃষাকে?

 

আরও পড়ুন

কালো স্লিভলেস টপের সঙ্গে শিমারি জ্যাকেট ও শর্টসে বোল্ড অবতারে এদিন শাকিবের পাশে পাওয়া গেল সৌমিতৃষাকে। দু'জনের রসায়ন দেখেই সংবাদমাধ্যম প্রশ্ন করে। উত্তরে শাকিব বলেন, "এখানকার অনেক অভিনেত্রীকেই ওপার বাংলার মানুষ অনেক পছন্দ করেন। নিশ্চয় আমরা একসঙ্গে কাজ করব"। সৌমিতৃষা জানালেন, "খুব ভাল লাগল কথা বলে। আমাদের এখানকার সুপারস্টাররা, দেবদা, জিৎদা যতটা আন্তরিক, শাকিব খানও ঠিক ততটাই আন্তরিক।"

 

শাকিবের সঙ্গে ভবিষ্যতে জুটি বাঁধবেন সৌমিতৃষা? বেশি শব্দ খরচ না করে তিনি শুধু বলেন, "প্ল্যান করে তো জীবনে কিছু হয় না। আশা করতে পারি, যেটা জীবনে তোমার প্রাপ্য় সেটা হবেই।" তাঁরা কি পূর্ব পরিচিত? অভিনেত্রী বলেন, "হ্য়াঁ, ওই আর কী! সেরকমভাবে নয়। তবে খুব আন্তরিক মানুষ। তাই তো আমরা গর্ব করে বলি আমরা বাঙালি।"  

প্রসঙ্গত, 'বরবাদ'-র শ্যুটিং ছেড়ে মুম্বই থেকে কলকাতা উড়ে এসেছিলেন শাকিব খান। এসকে মুভিজের নতুন ১৮ টি ছবির মধ্যে অন্যতম শাকিব খানের 'দরদ'। দুলু মিঁয়া হয়ে আগামী ১৫ নভেম্বর রুপোলি পর্দায় ধরা দেবেন অভিনেতা। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে বলিউডের সোনাল চৌহানকে। অন্যদিকে সৌমিতৃষার বড় পর্দায় ডেবিউ হয়েছিল টলিউড সুপারস্টার দেবের বিপরীতে। এবার কি শাকিব খানের বিপরীতে দেখা যাবে টলি সুন্দরীকে? এই প্রশ্নের উত্তর দেবে সময়।    

Advertisement

   
 

Read more!
Advertisement
Advertisement