বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ সৌমিতৃষা কুণ্ডু। ছোট পর্দা থেকে বিনোদন জগতে হাতে খড়ি এবং পরিচিতি হলেও এখন তিনি বড় পর্দারও নায়িকা। গত বছর ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করছেন বাংলা টেলিভিশনের মিঠাই। প্রথম সিরিজেই মুখ্য চরিত্রে অভিনয় করে সকলের প্রশংসা কুড়িয়েছেন সৌমিতৃষা। হঠাৎ তাঁর কথায় অভিমানের সুর। কারও উপর অভিমান না ক্ষোভ?
আসলে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন সৌমিতৃষা। যেখানে লেখা, "আশা করি কর্মফল তারা সকলেই পাবে, যারা আমার উদারতার সুযোগ নিয়েছে। যারা আমার শান্তিকে বিঘ্নিত করেছে এবং যারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, যখন আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না।" সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'রাধে রাধে...'। এবার অনেকের মনেই প্রশ্ন কার উদ্দেশ্যে এরকম একটি পোস্ট করলেন অভিনেত্রী? যদিও সেই উত্তর এখনও মেলেনি।
বাংলা বিনোদন জগতের চেনা মুখ সৌমিতৃষা। ছোট পর্দা- বড় পর্দার পরে, ওটিটিতেও কাজ করছেন নায়িকা। তিনি অভিনয় শুধু করেছিলেন নেতিবাচক চরিত্রে। ২০১৬ থেকে ২০১৮ সালে 'এ আমার গুরুদক্ষিণা' ধারাবাহিকে ঝিল্লি চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনেত্রী নজরে আসতে শুরু করেন 'কনে বৌ'-এ মুখ্য চরিত্র কলি সেনের ভূমিকায় অভিনয় করে। তবে 'মিঠাই'-র মাধ্যমেই তিনি পৌঁছে যান সাফল্যের শিখরে।
প্রসঙ্গত, 'মিঠাই' শেষ হওয়ার পরই বড় পর্দায় ডেবিউ সৌমিতৃষার। 'প্রধান'-এ দেবের স্ত্রী রোমির চরিত্রে তাঁকে দেখা যায়। এরপর '১০-ই জুন' ছবিতে সৌরভ দাসের বিপরীতে কাজ করেন তিনি। যদিও পরে নির্মাতাদের সঙ্গে তাঁর সমস্যা হয়। গত বছর 'কালরাত্রি' ওয়েব সিরিজে কাজ করেন। এবছরই স্ট্রিমিং হবে 'কালরাত্রি ২'।