Advertisement

Srabanti Chatterjee: হবু বৌমাকে দামী উপকার শ্রাবন্তীর! কী দিলেন নায়িকা?

Srabanti Chatterjee: সোশ্যাল মিডিয়ায় যে কোনও ছবি- ভিডিও শেয়ার করা মাত্র ধেয়ে আসে কটাক্ষ। কী ঘটছে তাঁর জীবনে সেদিকে নজর থাকে নেটিজেনদের একাংশের। নায়িকার হবু বৌমাকে চেনেন প্রায় সকলের।

শ্রাবন্তী, অভিমন্যু ও দামিনী (ছবি: ইনস্টাগ্রাম)শ্রাবন্তী, অভিমন্যু ও দামিনী (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Oct 2023,
  • अपडेटेड 6:52 PM IST

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বিতর্ক যেন সমার্থক শব্দ। শিরোনামে থাকেন টলিউড নায়িকা। বেশীরভাগ ক্ষেত্রে প্রেম ও বিয়ে নিয়ে চর্চায় থাকেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় যে কোনও ছবি- ভিডিও শেয়ার করা মাত্র ধেয়ে আসে কটাক্ষ। কী ঘটছে তাঁর জীবনে সেদিকে নজর থাকে নেটিজেনদের একাংশের। নায়িকার হবু বৌমাকে চেনেন প্রায় সকলের। তাঁর জন্মদিনে এবার বিশেষ উপহার দিলেন টলি নায়িকা।  

ছেলে অভিমন্যু অর্থাৎ ঝিনুককে একা হাতে মানুষ করছেন শ্রাবন্তী। তাঁর গার্লফ্রেন্ড দামিনী ঘোষকে এতদিনে সকলেরই চিনে গিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে প্রায়ই দেখা যায় দু'জনের নানা মুহূর্ত। এমনকী ভ্যাকেশন, পার্টি হোক কিংবা পুজো, দামিনীর সঙ্গে লেন্সবন্দী হয়েছেন শ্রাবন্তী। এবার দামিনীকে দামী উপহার পাঠালেন হবু শাশুড়ি শ্রাবন্তী। দামী ব্র্যান্ডের ব্যাগ পাঠিয়েছেন তিনি উপহার স্বরূপ। সেই ছবি দামিনী নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন।  

সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় স্টার কিড ঝিনুক । ২০১৮ সাল থেকে প্রেম করছে অভিমন্যু ও দামিনী। শোনা যায়, ভবিষ্যতে টলিউড ইন্ডাস্ট্রিতেই কাজ করার ইচ্ছে ঝিনুকের। তবে অভিনয় নয়, বাবার মতো ক্যামেরার পিছনে  কাজ করতে আগ্রহী সে। 

আরও পড়ুন

প্রসঙ্গত,  ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে করেন শ্রাবন্তী। রাজীব ও শ্রাবন্তীর একমাত্র ছেলে ঝিনুক। বিয়ের প্রায় ১৫ বছর পর প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় নায়িকার। সে বছরই মডেল কৃষ্ণ ভি রাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী। এক বছরের মধ্য মধ্যেই ভেঙ্গে যায় সে সম্পর্কও।

এরপর তিন বছর পর রোশনের সঙ্গে বিয়ে করেন তিনি। ২০১৯ সালের এপ্রিল মাসে রোশন সিংহকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী‌। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে। বিচ্ছেদের আগে দু'জনের মধ্যে বেশ কিছুদিন ধরেই পরোক্ষভাবে চলেছে পোস্ট, পাল্টা পোস্টের মাধ্যমে ঠান্ডা লড়াই।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement