Advertisement

প্রকাশিত 'ফেলুদা ফেরত'-এর ট্রেলার, বড়দিনে টোটা আসছেন 'ফেলুদা' রূপে

সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদাকে দেখতে প্রথম থেকেই বেশ উত্তেজনা। পরে টোটা রায়চৌধুরীর ফেলুদা রূপে লুক প্রকাশে অনেক মত। সেই সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল 'ফেলুদা ফেরত'-এর ট্রেলার। ট্রেলার লঞ্চে হাজির সৌরভ গাঙ্গুলি। ছিলেন আর এক ফেলুদা সব্যসাচী চক্রবর্তীও।

'ফেলুদা ফেরত' ট্রেলার লঞ্চ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2020,
  • अपडेटेड 7:19 PM IST
  • বড়দিনে 'ফেলুদা ফেরত' আনছেন সৃজিত মুখার্জি। মুক্তি পেয়েছে ট্রেলার।
  • একই সঙ্গে ওয়েব প্ল্যাটফর্মে পা রাখলেন পরিচালক সৃজিত মুখার্জি
  • 'ফেলুদা' রূপী টোটা রায়চৌধুরীকে কেমন ভাবে নেবে দর্শক!

সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদাকে দেখতে প্রথম থেকেই বেশ উত্তেজনা। পরে টোটা রায়চৌধুরীর ফেলুদা রূপে লুক প্রকাশে অনেক মত। সেই সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল 'ফেলুদা ফেরত'-এর ট্রেলার। ট্রেলার লঞ্চে হাজির সৌরভ গাঙ্গুলি। ছিলেন আর এক ফেলুদা সব্যসাচী চক্রবর্তীও। 

শনিবার সন্ধেয় কলকাতার এক পাঁচ তারা হোটেলে মুক্তি পেল আড্ডাটাইমসের ওয়েব সিরিজ 'ফেলুদা ফেরত'-এর সিজন ওয়ানের গল্প 'ছিন্নমস্তার অভিশাপ'-এর ট্রেলার মুক্তি পেল। হাজির ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, আর এক ফেলুদা সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও ছিলেন ছবির কলাকুশলীরা।  

সবুজ অ্যাম্বাসডর, থ্রি মাস্কেটিয়ারস, ফেলুদার চারমিনার। বাঙালির নস্টালজিয়া ফেরালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। টান টান উত্তেজনার ট্রেলারের শেষটায় ফেলুদার কাছে প্রশ্ন, ''আপনি শিকার করেন?'' ফেলুদার উত্তর ''হ্যাঁ, শুধু মানুষ...''
সত্যজিত্ রায়ের এই সৃষ্টিকে রূপ দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপর সব্যসাচী চক্রবর্তী। তারও বেশ খানিক পর আবীর চট্টোপাধ্যায়। এখন টোটা রায়চৌধুরী। সৌমিত্র পরবর্তী পর্দার সব ফেলুদারাই বার বার বলেছেন ''আমরা নই, ফেলুদা একমাত্র সৌমিত্র চট্টোপাধ্যায়ই।'' গত ১৫ নভেম্বর সেই ফেলুদা চলে গিয়েছেন অন্য কোনও রহস্য উদঘাটনের সন্ধানে। 
তবু প্রশ্ন থেকে যায়, তুলনা আসে....

ফেলুদা ফেরত-এ 'জটায়ু'র চরিত্রে অনির্বাণ চক্রবর্তী। 'তোপসে' নতুন মুখ কল্পন মিত্র। এছাড়াও রয়েছেন ধৃতিমান চ্যাটার্জি, অরিন্দম গাঙ্গুলি, সমদর্শী, ঋষি কৌশিক, পৌলমী দাস, কৃষ্ণেন্দু দেওয়ানজী সহ আরও অনেকে। 

'ফেলুদা'কে নিয়ে কাজ করা যে কোন পরিচালকের কাছে স্বপ্ন এ কথা আগেই বলেছেন সৃজিত মুখোপাধ্যায়। শুটিং চলাকালীন 'ফেলুদা'কে নিয়ে ছোট ছোট কিছু বিষয় শেয়ার করেছেন নিজের সোশ্যাল পেজে। নতুন 'ফেলুদা' টোটা জানিয়েছেন তিনি কৃতজ্ঞ থাকবেন সৃজিতের কাছে। দশ বছর আগে দেওয়া কথা রেখেছেন পরিচালক সৃজিত্ মুখোপাধ্যায়। 

Advertisement

'ফেলুদা ফেরত'-এর হাত ধরেই ওয়েব প্ল্যাটফর্মে হাতেখড়ি হল সৃজিত মুখোপাধ্যায়ের। এই সিরিজের পরের গল্প 'যত কাণ্ড কাঠমান্ডুতে'। ওই গল্পে খরাজ মুখেপাধ্যায় এবং ভরত কলকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। সিরিজের সঙ্গীতায়োজনে জয় সরকার, ক্যামেরায় সুপ্রিয় দত্ত। বড়দিনে মুক্তি পাচ্ছে 'ফেলুদা ফেরত'। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement