Advertisement

টুইট যুদ্ধ! সুমনের 'রুচি' র প্রশ্নে পাল্টা সৃজিত

সোশাল মিডিয়ায় বিতণ্ডায় জড়ালেন পরিচালকদ্বয়। বুধবার সিনেমা ইন্ডাস্ট্রিতে দশ বছর পূর্ণ হয়েছে সৃজিত মুখোপাধ্যায়। অনুরাগীদের ধন্যবাদের টুইট দেখে অস্বস্তিতে সুমন।

টুইট সমরে সুমন-সৃজিত। ফোটো- ফেসবুক
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Oct 2020,
  • अपडेटेड 5:40 PM IST
  • সৃজিত-সুমন টুইট যুদ্ধ
  • 'রুচিবোধ' নিয়ে সৃজিতকে কটাক্ষ সুমনের
  • পরিচালককে একহাত নিলেন সৃজিতও

টলিপাড়ার দুই জনপ্রিয় পরিচালক। একজনের একের পর এক ছবি বক্সঅফিস মাত করে। অন্যজন, বিদেশে অর্থনীতিতে অধ্যাপনার পাশাপাশি তৈরি করে 'বসু পরিবার'। দুজনেরই ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার। কিন্তু কী এমন হল যে টুইটাপ বিবাদে জড়ালেন তাঁরা? বুধবার সিনেমা ইন্ডাস্ট্রিতে দশ বছর পূর্ণ হয়েছে সৃজিত মুখোপাধ্যায়। সেই প্রসঙ্গে টুইটে অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে টুইট করেন পরিচালক। আর তা দেখেই নাকি অস্বস্তিতে পড়েছেন সুমন। 

টুইটে লেখেন, ''১০ বছর, ১৮টি সিনেমা, ২টি ওয়েব ফিল্ম, ১টি ওয়েব সিরিজ, ১৭টি রিলিজ, ১৪টি সুপারহিট, ১৭৭টি পুরস্কার, ৫৯টি ফিল্ম ফেস্টিভ্যাল। দর্শক, জুরি মেম্বার ও সমালোচক- রাস্তাটা আপনারা ছাড়া হাঁটতে পারতাম না। সবাইকে ভালবাসা। নতুন ইনিংসের সূচনা। লেগস্ট্যাম্প প্লিজ।'' 

সৃজিতের এই টুইটের শুভেচ্ছা জানানোর সঙ্গে সামান্য কটাক্ষও করলেন সুমন ঘোষ। তিনি লিখলেন, ''বাংলা সিনেমায় তোমার অবদানের জন্য শুভেচ্ছা। কিন্তু কোনওদিন কাউকে এভাবে নিজের স্কোরবোর্ড দিতে দেখিনি। একটু অস্বস্তি হল। কোনও বিদ্বেষ থেকে বলিনি তুমি জানো। এটা 'রুচি'র প্রশ্ন...বা কেবল আমারই মনে হয়।''

সুমনের টুইটের জবাব দিয়ে সৃজিত বললেন, ''একজন পরিসংখ্যানবিদ/অর্থনীতিবিদের কাছ থেকে এমন কথা শুনে আমি অবাক। বা এমন একজন যে অন্যদের বক্সঅফিসের অঙ্ক জানতে চান এবং তার উপর নির্ভর করে নিজের সাফল্য বিচার করে। মনে হয়, 'রুচি' ঘটনার সঙ্গে বদলায়।'' 

সঙ্গে সঙ্গে সুমনের উত্তর, ''একদম, সেটা অন্যরা বলবে। সেই ব্যক্তি নিজে নয়। তোমার কথার সত্যতা নিয়েও কথা বলছি না। কিন্তু এটা এমন হল যে শচীন নিজের রান ও সেঞ্চুরির কথা বলছে। সেটা পরিসংখ্যানবিদদেরা করবে...''

তাতেও গড়রাজি হয়ে সৃজিতের বক্তব্য, ''মানতে পারলাম না। আমি কেবল ফ্যানেদের ধন্যবাদ জানিয়েছি। আমার তাদের অবদানের পরিমাপটাও মাথায় রাখা উচিৎ। এটা তো ধন্যবাদজ্ঞাপন তাই না! ওহ হ্যাঁ শচীন ওর বিদায়ী সম্ভাসনে বিশদেই বলেছিলেন সবটা।''

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement