পরিবারে নতুন সদস্যের আগমন হয়েছে সৃজিত মুখোপাধ্যায়। একথা নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন পরিচালক। বৃহস্পতিবার রাতে এই পোস্ট করার পর থেকে নেটিজেনরা একের পর এক প্রশ্নবাণ ছুড়ে দিচ্ছেন 'টলিউডের ফার্স্ট বয়ে'র দিকে। সকলের একটাই প্রশ্ন কে 'উলুপী'?
সৃজিত নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে লেখেন, "উলুপীকে বাড়িতে স্বাগত। আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল।" এই পোস্ট দেখা মাত্রই টলিপাড়া থেকে শুরু করে অনুগামীদের মধ্যে আলোচনা শুরু হয়। সৃজিতের বাড়ির নতুন অতিথি কে, তা নিয়ে খোঁজ শুরু হয়। অনেকেই মনে করেন, বাড়িতে পোষ্য এনেছেন পরিচালক। সেই অনুমানই সঠিক। তবে এই পোষ্য কোনও কুকুর বা বিড়াল না, একটি আস্ত পাইথন! হ্যাঁ ঠিকই শুনছেন (পড়ছেন)।
টলিপাড়ার সূত্র বলছে, পরিচালক নাকি সুদূর কলম্বিয়া থেকে এই পাইথনটিকে আনিয়েছেন। শোনা যাচ্ছে, দীর্ঘ দিন ধরেই সাপ পোষার শখ ছিল সৃজিতের। এজন্যে তিনি উদ্যোগী হন। দিন দশেক আগে নাকি নতুন পোষ্যটিকে বাড়িতে নিয়ে আসেন পরিচালক।
এবার প্রশ্ন উঠছে, বাড়িতে কি পাইথন পোষা যায়? ১৯৭২ সালের ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুসারে দেশে সাপ ধরা, মারা বা সাপের শরীরের কোনও অংশের তৈরি জিনিসপত্র ব্যবহার করা নিষিদ্ধ। তবে টলিপাড়া সূত্র বলছে, বন দফতর থেকে নাকি যাবতীয় প্রযোজনীয় অনুমতি নিয়ে, তারপর পাইথনটিকে বাড়িতে নিয়ে এসেছেন সৃজিত। তবে এই মুহূর্তে আদরের পোষ্যকে সকলের নজরের আড়ালেই রাখতে চাইছেন পরিচালক।
'উলুপী' শব্দের অর্থ কী? জানা জচ্ছে, মহাভারত ছাড়াও বিষ্ণু পুরাণ এবং ভগবত পুরাণ- নাগকন্যা উলুপীর উল্লেখ রয়েছে। কথিত আছে, বনবাসে থাকাকালীন অর্জুনের সঙ্গে উলুপীর বিয়ে হয়। মনে করা হচ্ছে, নাগকন্যার নামানুসারেই বাড়ির নতুন সদস্যর নাম উলুপী রেখেছেন সৃজিত।
প্রসঙ্গত, গত পুজোয় মুক্তিপ্রাপ্ত সৃজিতের ছবি 'দশম অবতার' বেশ প্রশংসিত। আগামী ২২ মার্চ মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'অতি উত্তম'। ফেব্রুয়ারির শুরুতে নতুন ছবি 'টেক্কা'-র শ্যুটিং শেষ করেন। এরপর তিনি কাশ্মীরে পাড়ি দেন, নতুন সিরিজ 'ভূস্বর্গ ভয়ঙ্কর'-র রেইকি করতে। সব ঠিক থাকলে এবছর মার্চ মাসে শুরু হবে শ্যুটিং।