Advertisement

Srijit Mukherji: দেব-বিরসার 'দুর্গ রহস্য' ঘিরে ফের জল্পনা, সৃজিতের পোস্ট ঘিরে হইচই

কিছুদিন আগেই দেব ঘোষণা করেছেন দুর্গ রহস্য সিনেমার। যেখানে তিনি নিজে ব্যোমকেশ হচ্ছেন বলে ঘোষণা করেছেন। আর এই সিনেমার পরিচালক কে তা নিয়ে জলঘোলাও অনেক হয়েছিল। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই সিনেমার দায়িত্বে রয়েছেন এই খবর চাউর হলেও পরে পরিচালক নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে তিনি এই সিনেমার দায়িত্বে নেই। এরপরই এই দুর্গ রহস্য সিনেমার পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত তা ঘোষণা করা হয়। তবে বর্তমানে সৃজিতের একটি পোস্টকে ঘিরে ফের রহস্য দানা বেঁধেছে। দুর্গরহস্য-এর পরিচালক কি ফের বদলালো?

সৃজিত মুখোপাধ্য়ায় ও দেব ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামসৃজিত মুখোপাধ্য়ায় ও দেব ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2023,
  • अपडेटेड 1:14 PM IST
  • কিছুদিন আগেই দেব ঘোষণা করেছেন দুর্গ রহস্য সিনেমার।
  • যেখানে তিনি নিজে ব্যোমকেশ হচ্ছেন বলে ঘোষণা করেছেন।
  • তবে বর্তমানে সৃজিতের একটি পোস্টকে ঘিরে ফের রহস্য দানা বেঁধেছে। দুর্গরহস্য-এর পরিচালক কি ফের বদলালো?

কিছুদিন আগেই দেব ঘোষণা করেছেন দুর্গ রহস্য সিনেমার। যেখানে তিনি নিজে ব্যোমকেশ হচ্ছেন বলে ঘোষণা করেছেন। আর এই সিনেমার পরিচালক কে তা নিয়ে জলঘোলাও অনেক হয়েছিল। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই সিনেমার দায়িত্বে রয়েছেন এই খবর চাউর হলেও পরে পরিচালক নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে তিনি এই সিনেমার দায়িত্বে নেই। এরপরই এই দুর্গ রহস্য সিনেমার পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত তা ঘোষণা করা হয়। তবে বর্তমানে সৃজিতের একটি পোস্টকে ঘিরে ফের রহস্য দানা বেঁধেছে। দুর্গরহস্য-এর পরিচালক কি ফের বদলালো? 

সৃজিতের পোস্ট করা দুটি ছবি ঘিরে ধোঁয়াশা
সৃজিতের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, একটি দুর্গের ভেতরে দাঁড়িয়ে রয়েছেন পরিচালক নিজে। আর এই ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লেখা দুর্গরহস্য ও আমার নিজের শর্তে বাঁচব এই দুটি কথা। এরপর সৃজিত আরও একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি সদলবলে একটি দুর্গের সামনে দাঁড়িয়ে আছেন। তাঁর পরনে নীল গেঞ্জি এবং গলায় রুমাল বাঁধা। সঙ্গে জিন্স এবং রোদ চশমা। পরিচালক এই ছবি পোস্ট করে লেখেন, 'পুরনো সাথীরা, নতুন যুদ্ধে!' এখানেও নজর কাড়ল সেটা হল এই পোস্টের হ্যাশট্যাগ। তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, 'দুর্গ রহস্য', 'আমার নিজের শর্ত বাঁচব'। 

আরও পড়ুন

 

সৃজিতের দুর্গ রহস্য নিয়ে রহস্য 
এই দুটি ছবির হ্যাশট্যাগ নিয়েই চর্চা শুরু হয়েছে জোরদার। তবে কি দেবের দুর্গ রহস্য়ের পরিচালনায় এলেন সৃজিত নাকি পরিচালক নিজেই নতুন কোনও প্রজেক্টে হাত দিলেন। তবে টলিউড ইন্ডাস্ট্রির খবর, দেবের দুর্গ রহস্যের সঙ্গে সৃজিত মুখোপাধ্যায় কোনওভাবেই যুক্ত নন। পরিচালক নতুন কোনও সিনেমা নিয়ে শীঘ্রই আসতে চলেছেন দর্শকদের সামনে। প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি দেব টুইট করে জানান যে তিনি এবার ব্যোমকেশের চরিত্রে ধরা দেবেন। তখন শোনা যাচ্ছিল এই ছবির পরিচালনা হয়তো সৃজিত মুখোপাধ্যায়ই করবেন। তবে পরিচালক তখন জানান, না, তিনি মোটেই এই ছবির সঙ্গে যুক্ত নন। পরে জানা যায় বিরসা দাশগুপ্ত এই ছবির পরিচালনা করবেন। আর তাঁরা যে ব্যোমকেশের গল্প নিয়ে কাজ করবেন সেটা হল দুর্গ রহস্য। অর্থাৎ দেব-বিরসা জুটি যদি দুর্গ রহস্য এনে থাকে, তাহলে এখন কি আবার সৃজিত মুখোপাধ্যায়ও একই ছবি একই নামে আনতে চলেছেন? অনেকেরই প্রশ্ন তবে কি এক্ষেত্রে দুটি দুর্গ রহস্য দেখা যাবে।

Advertisement

দুর্গ রহস্য নিয়ে ধোঁয়াশা
সোশ্যাল মিডিয়ায় এইসব প্রশ্নগুলি ঘুরপাক খেলেও এখনও সঠিক জবাব মেলেনি। তবে অনেকেই বলছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দুর্গ রহস্য আসলে সিরিজ হত চলেছে। সিনেমা নয়। আর এই সিরিজে দেখা যাবে জীতু কমলকে। তবে এগুলি সবই এখন জল্পনা-কল্পনা। নিশ্চিত করে কোনও খবর এখনও পাওয়া যায়নি। অপেক্ষা রইল পরিচালকের ঘোষণার। 


 

Read more!
Advertisement
Advertisement