Advertisement

Subhahsree Ganguly Trolled: মাচায় 'লাটাই তো আমার হাতে' গেয়ে চরম ট্রোলড শুভশ্রী, মুহূর্তে ভাইরাল ভিডিও

Subhahsree Ganguly Viral Video: সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহানদের মাচা শো করতে দেখা গিয়েছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও অনেক সময় দেখা যায় এরকম অনুষ্ঠানে। এবার রাজ ঘরণীকে পড়তে হল চরম ট্রোলিংয়ের মুখে। মুহূর্তে ভাইরাল হল ভিডিও।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় (ছবি: ফেসবুক)শুভশ্রী গঙ্গোপাধ্যায় (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Jan 2025,
  • अपडेटेड 1:28 PM IST

টেলি থেকে টলি তারকাদের মাচা অনুষ্ঠান মফস্‌সল হোক কিংবা শহরতলিতে খুবই জনপ্রিয়। আজ থেকে বছর দশেক আগেও দারুণ জনপ্রিয় ছিল এই ধরণের অনুষ্ঠান। বর্তমানে মাচা করলেও, তা স্বীকার করতে চান না, বহু তারকা। মূলত শীতকালই মাচা শোয়ের 'সিজন'। সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহানদের মাচা শো করতে দেখা গিয়েছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও অনেক সময় দেখা যায় এরকম অনুষ্ঠানে। এবার রাজ ঘরণীকে পড়তে হল চরম ট্রোলিংয়ের মুখে। মুহূর্তে ভাইরাল হল ভিডিও।

শুভশ্রীর এক ফ্যানক্লাব থেকে একটি ভিডিও শেয়ার হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বর্ধমানের একটি অনুষ্ঠানে গিয়ে পারফর্ম করলেন নায়িকা। এই অবধি তো সব ঠিক ছিল, কিন্তু সমস্যা হল দর্শকের মন রাখতে যেই তিনি গান ধরলেন। 'বচ্চন' ছবির জনপ্রিয় গান 'যতই ঘুড়ি ওড়াও রাতে লাটাই তো আমার হাতে' গানটি এদিন গেয়েছেন নায়িকা। আসলে গানটি তাঁর ছবিরই গান। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত রাজা চন্দের এই ছবিতে জুটি বেঁধেছিলেন জিৎ ও শুভশ্রী। 

 

আরও পড়ুন

 

টলি নায়িকার গাওয়া গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নেটিজেনদের একাংশ তাঁকে কটাক্ষ করা শুরু করেন। একজন লেখেন, 'যার যেটা কাজ নয় করলে, এরকমই হয়... নাচ করে নিতে পারত, গান করার কী দরকার ছিল...'। অন্য আরেকজন লেখেন, 'এটা কী ছিল...'। ভিডিও কমেন্ট বক্স নানা রকম নেতিবাচক কমেন্টে ভরেছে।

 

 

বর্ধমানের মেয়ে শুভশ্রী। অনুষ্ঠানের আগে নিজের বাড়িতে গিয়ে কিছুটা সময় কাটিয়েছেন। সঙ্গে ছিলেন দুই ছেলেমেয়ে ও রাজ। সোশ্যাল পেজে সেই ছবি, ভিডিও শেয়ার করেছেন নায়িকা।

প্রসঙ্গত, নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য বরাবর শিরোনামে থাকেন নায়িকা। ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই নজর কাড়েন তিনি। একের সময় এক একটা ফ্যাশন ট্রেন্ড দেখা যায়। মূলত তারকারা যা পরেন, সেটাই কিছুদিন পরে ট্রেন্ড হওয়ার প্রবণতা থাকে। বেশ কিছু সময় ধরে ফ্যাশন ট্রেন্ড 'সিক্যুইন। এই ধরণের পোশাকে দারুণ ফ্যাশন গোলস সেট করছেন রাজ ঘরণী। এদিন মঞ্চে তাঁকে দেখা গেল সিক্যুইন পোশাকেই। লাল রঙা একটি সিক্যুইন প্লাজোর সঙ্গে ফুলস্লিভ একটি সাদা শার্ট পরেছিলেন টলি অভিনেত্রী।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement