Advertisement

Subhashree Ganguly Childhood: ছোটবেলায় কেমন ছিলেন শুভশ্রী? রচনার সামনে দুষ্টুমির গল্প শোনালেন নায়িকার মা

Tollywood Actress Secrets: কাজের পাশাপাশি দুই ছেলে-মেয়েকে চুটিয়ে সংসার করছেন শুভশ্রী। এদিকে ব্যস্তবহুল জীবনের থেকে কিছু সময় বের করে প্রায়ই ভ্যাকেশনে যান নায়িকা।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Jan 2025,
  • अपडेटेड 4:14 PM IST

সময়টা বেশ ভাল যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly)। বড় পর্দা, ওটিটি, ছোট পর্দায় কাজ করছেন সমান তালে। শুধু অভিনেত্রী হিসেবে না, প্রযোজকের দায়িত্বও পালন করেছেন তিনি। ২০২৩-র নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন তিনি। কাজের পাশাপাশি দুই ছেলে-মেয়েকে চুটিয়ে সংসার করছেন শুভশ্রী। এদিকে ব্যস্তবহুল জীবনের থেকে কিছু সময় বের করে প্রায়ই ভ্যাকেশনে যান নায়িকা। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেন। সেই সঙ্গে সকলের সঙ্গে প্রায় ভাগ করে নেন ইউভান- ইয়ালিনির দুষ্টু- মিষ্টি আদুরে মুহূর্ত। 

মাতৃত্ব উপভোগ করছেন শুভশ্রী। বিভিন্ন সাক্ষাৎকারে সেকথা নিজেই বলেছেন অভিনেত্রী। তবে ছোটবেলায় রাজ ঘরণী ছিলেন খুব দুষ্টু। ধরা না পরার জন্য প্রচুর মিথ্যেও বলতেন ভয়ে। টলি নায়িকার ছোটবেলার কথা ফাঁস হয়েছিল 'দিদি নম্বর ১'-র মঞ্চে। রচনা বন্দ্যোপাধ্যায়ের শোয়ের পুরনো একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তারকাদের স্পেশাল সেই পর্বে শুভশ্রী সঙ্গে এসেছিলেন তাঁর মা। রচনা তাঁকে জিজ্ঞেস করেন, 'শুভ (শুভশ্রী) কেমন ছিল ছোটবেলায়?' উত্তরে তিনি হেসে বলেন, 'বলে লাভ নেই। শুভ একেবারে টম বয় ছিল।' 

এরপর নায়িকা নিজেই গল্প শুরু করেন, 'মা ছোটবেলায় মারতে পারত না কারণ আমি খুব সুন্দর করে মিথ্যে কথা বলতাম বানিয়ে বানিয়ে।' একথা শুনে হেসে খুন রচনা। শুভশ্রী আরও যোগ করেন, ' মাকে না বলেই হয়তো অনেক দূরে কোথাও চলে যেতাম। বাড়ি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে একটা মন্দির ছিল, সেখানে যেতে আমি খুব ভালোবাসতাম। সবাই মিলে আমরা ওখানে যেতাম বাড়িতে না জানিয়ে। এদিকে সবাই খুঁজতে শুরু করেছে। আমি এসে ওখানে যে একটু বড়, তার দিকে দেখিয়ে দিতাম। ভাল মুখ করে, দোষ চাপিয়ে বলতাম আমায় ও বলেছে যেতে। আমি তো বলিনি। এবার আর বকতে পারত না।'  

আরও পড়ুন

         

 

প্রসঙ্গত, গত অগাস্ট মাসে মুক্তি পেয়েছে শুভশ্রীর ছবি 'বাবলি'। সাহিত্য নির্ভর ছবিটি বানিয়েছিলেন রাজ চক্রবর্তী। বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস 'বাবলি'-র গল্প অবলম্বনে তৈরি হয় ছবিটি। দ্বিতীয় সন্তানের জন্মের পর এটাই ছিল শুভশ্রীর প্রথম কাজ। তিনি জুটি বেঁধেছিলেন আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে। যদিও সেসময় আরজি করের ঘটনার জেরে বক্স অফিসে বিশেষ প্রভাব ফেলতে পারেনি এই ছবি। কিছুদিন আগে নায়িকাকে দেখা যায় শ্যুটিং ফ্লোরে। যদিও কোন ছবি বা সিরিজের শ্যুটিং করছিলেন, তা ক্যাপশনে উল্লেখ করেননি শুভশ্রী। তবে মনে করা হচ্ছে, ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন ছবি 'গৃহপ্রবেশ'-র ফ্লোর থেকেই এই ছবিগুলি শেয়ার করেছিলেন টলি নায়িকা। শুভশ্রী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, জিতু কমল, রুদ্রনীল ঘোষ, সোহিনী সেনগুপ্তর মতো শিল্পীরা। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement