Advertisement

Subhasree Ganguly: অপছন্দের খাবার, 'ইন্দুবালা'র শ্যুটিংয়ে জোর করে খেতে হয়েছে শুভশ্রীকে

পরিচালক রাজ চক্রবর্তীর চোখের মণি তাঁর ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাড়িতে অভিনেত্রীকে কোনও কাজই করতে হয় না। আর রান্নাঘরে ঢুকলে তো বকা খান রাজ চক্রবর্তীর মায়ের। আগুনের আঁচ তারকা বউমার গায়ে পড়ুক চান না শুভশ্রীর শাশুড়ি। কিন্তু কেরিয়ারের প্রথম ওটিটি সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল করতে গিয়ে অভিনেত্রীকে অনেক কিছুই করতে হয়েছে, যা তিনি জীবনে প্রথমবার করলেন।

ইন্দুবালা ভাতের হোটেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Feb 2023,
  • अपडेटेड 11:45 AM IST
  • পরিচালক রাজ চক্রবর্তীর চোখের মণি তাঁর ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়
  • বাড়িতে অভিনেত্রীকে কোনও কাজই করতে হয় না।
  • কিন্তু কেরিয়ারের প্রথম ওটিটি সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল করতে গিয়ে অভিনেত্রীকে অনেক কিছুই করতে হয়েছে, যা তিনি জীবনে প্রথমবার করলেন।

পরিচালক রাজ চক্রবর্তীর চোখের মণি তাঁর ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাড়িতে অভিনেত্রীকে কোনও কাজই করতে হয় না। আর রান্নাঘরে ঢুকলে তো বকা খান রাজ চক্রবর্তীর মায়ের। আগুনের আঁচ তারকা বউমার গায়ে পড়ুক চান না শুভশ্রীর শাশুড়ি। কিন্তু কেরিয়ারের প্রথম ওটিটি সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল করতে গিয়ে অভিনেত্রীকে অনেক কিছুই করতে হয়েছে, যা তিনি জীবনে প্রথমবার করলেন। 

শ্যুটিংয়ে করেছেন রান্নাও
ঠিক কী কী করতে হয়েছে শুভশ্রী তথা ইন্দুবালাকে? অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে তিনি নিজের হাতে কচু কেটেছেন, বেটেছেন! গলা কুটকুটানির ভয় সরিয়ে সেই কচুবাটা খেতেও হয়েছে ‘ইন্দুবালা’কে। কারণ তিনি তখন তাঁর চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছিলেন। পরিচালক দেবালয় ভট্টাচার্যের আগামী সিরিজ ইন্দুবালার শ্যুটিং করতে গিয়ে শুভশ্রী যেন নতুন জীবন পেলেন। আসলে বিয়ের আগে ও পরে কখনই সেভাবে শুভশ্রী বাড়ির কাজে পটু ছিলেন না। বিয়ের পরও রাজ তাঁকে কোনওদিন রান্নাবান্নার কাজ করতে বলেননি। অথচ ইন্দুবালার সেটে তাঁকে সবকিছুই করতে হয়েছে।  

আরও পড়ুন: Indubala Bhaater Hotel trailer: ওপার বাংলাকে আগলে পথ চলা শুরু 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর, প্রকাশ্যে ট্রেলার

 

 

আরও পড়ুন: Indubala Bhater Hotel teaser: গ্ল্যামারস শুভশ্রী এখন ৭৫ বছরের বৃদ্ধা, সামনে এল 'ইন্দুবালা ভাতের হোটেল'-র টিজার

চরিত্রকে ফুটিয়ে তুলতে করতে হয়েছে অনেক কিছুই
ইন্দুবালা গল্পের চাহিদা অনুযায়ী সেটে আধুনিক রান্নাঘরের বদলে ছিল পুরনো হেঁশেল। সেখানে ছিল তোলা উনুনে কাঠ, কয়লা দিয়ে রান্না। কাটা, বাটা সব নিজের হাতেই করতে হবে সেগুলো যাতে নিখুঁত মনে হয় তার জন্য কী করতে হয়েছিল অভিনেত্রীকে? শুভশ্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বাড়িতে যাঁরা কাজ করেন তাঁদের থেকে সব খুঁটিনাঁটি শিখে নিয়েছিলেন তিনি। কী করে আনাজ কাটতে হয়, কী করে মশলা বাটতে হয়, কী ভাবে হাতা-খুন্তি-কড়াই সামলাতে হয় সবই শিখেছেন অভিনত্রী তাঁর বাড়ির পরিচারিকার কাছ থেকে।

Advertisement

 

আরও পড়ুন: Subhasree Ganguly: মা শুভশ্রীর সঙ্গে কী কাণ্ড করলেন ইউভান? নিমিষে ভাইরাল ভিডিও

শ্যুটিংয়ের খাতিরে কচুবাটাও খেতে হয়েছে
তারপর সেটে এসে একদম পাকা রাঁধুনি। নিজে বটি পেতে কচু কেটেছেন। শিলে বেটেছেন। এবং তারপর সেটা তাঁকে খেতেও হয়েছে! অভিনেত্রীর কথায়, ‘জীবনে কোনও দিন কচুবাটা খাইনি। কিন্তু সেটে তো ও সব বললে চলবে না। গলা কুটকুট করার ভয় সরিয়ে সিরিজের ‘বন্ধু লছমী’ তথা সহ-অভিনেতা স্নেহা চট্টোপাধ্যায়ের সঙ্গে মাটিতে বসে ভাত দিয়ে মেখে খেয়েছি। সব মিলিয়ে ‘ইন্দুবালা’ রীতিমতো অ্যাডভেঞ্চার করিয়েছে শুভশ্রীকে।

৭৫ বছরের বৃদ্ধার চরিত্রে শুভশ্রী
হইচই ওটিটি প্ল্যাটফর্মে ৮ মার্চ থেকে স্ট্রিমিং হবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ইন্দুবালা ভাতের হোটেল। এই সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে ৭৫ বছরের বৃদ্ধার চরিত্রে। আর এর মাধ্যমেই ওটিটি জগতে ডেবিউ করতে চলেছেন শুভশ্রী। কল্লোল লাহিড়ির কাহিনি অবলম্বনে এই সিরিজ তৈরি হচ্ছে। এই সিরিজে উঠে আসবে এক নারীর বাংলাদেশ থেকে এসে এপার বাংলায় মানিয়ে নিয়ে চলার গল্প।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement