Advertisement

Sudipa- Agnidev: অস্ত্রোপচারের পর বাড়িতে ফিরবেন না অগ্নিদেব, কান্নাকাটি করছে ছেলে! চিন্তায় সুদীপা

Sudipa Chatterjee- Agnidev Chatterjee: একের পর এক বিপদ আসছে চট্টোপাধ্যায় পরিবারে। দুর্গাপুজোর সময় মারা গিয়েছে বাড়ির বছর সাতেকের পোষ্য বাঁটুল। এদিকে পুজোর পরে হঠাৎ অসুস্থ হোন সুদীপার স্বামী- পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়।  

ছেলে আদিদেবের সঙ্গে অগ্নিদেব ও সুদীপা (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Nov 2023,
  • अपडेटेड 7:29 PM IST

ছোটপর্দা থেকে বিরতি নিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর জনপ্রিয় রান্নার শো শেষ হয়েছে বেশ কিছু মাস আগে। বর্তমানে তিনি মূলত ব্যস্ত নিজের বুটিক নিয়ে। ব্যবসায় মন দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ও জনপ্রিয় তিনি। জীবনের বিভিন্ন মুহূর্ত সকলের সামনে তুলে ধরেন সঞ্চালিকা- লেখিকা। একের পর এক বিপদ আসছে চট্টোপাধ্যায় পরিবারে। দুর্গাপুজোর সময় মারা গিয়েছে বাড়ির বছর সাতেকের পোষ্য বাঁটুল। এদিকে পুজোর পরে হঠাৎ অসুস্থ হোন সুদীপার স্বামী- পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়।  

লক্ষ্মীপুজোর দিন আচমকা অসুস্থ হয়ে পড়েন অগ্নিদেব। এরপর তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হলে, জানা যায় হৃদযন্ত্রে দুটি আর্টারিতে ব্লকেজ রয়েছে। সোমাবার, বাইপাস সার্জারি হওয়ার পর এখন স্থিতিশীল পরিচালক। হাসপাতাল, বাড়ি, ব্যবসা সবটা সামলাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সুদীপাকে। কীভাবে সামলাচ্ছেন সবটা? 

সংবাদমাধ্যমকে সুদীপা বলেন, "সত্যিই খুব চাপের মধ্যে আছি। এক দিকে আমার ছেলে। অন্য দিকে হাসপাতালে সকাল- বিকাল যাতায়াত করতে হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন অগ্নি ভাল আছে। এটা শুনে তা-ও ভাল লাগছে। সমস্যা হচ্ছে আদিকে একটুও বাড়িতে রাখা যাচ্ছে না। আমি বাড়ি থেকে বেরোলেই কান্নাকাটি করছে। তাই আমার সঙ্গেই সব জায়গায় নিয়ে যেতে হচ্ছে।" 

শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন অগ্নিদেবকে। তবে বাড়িতে পোষ্য এবং বাচ্চা থাকার কারণে হাসপাতাল থেকে ছা়ড়া পেলেও এখনই নিজের বাড়িতে যাবেন না অগ্নিদেব। দক্ষিণ কলকাতায় মায়ের বাড়িতে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে অগ্নিদেবকে। সেখানেই সপ্তাহখানেক থেকে কিছুটা সুস্থ হলে, নিজের বাড়িতে ফিরবেন। ছেলে আদিদেবের পড়াশোনা নিয়ে অত্যন্ত চিন্তিত সুদীপা। বাড়ির নানা সমস্যার কারণে ঠিক মতো পড়াশোনা করতে পারছে না সে। 

পুজোর পর ফের আলোচনায় আসেন সুদীপা। নেটিজেনদের একাংশ ফের ট্রোল করা শুরু করেন তাঁকে। আসলে পরিবারের সঙ্গে কাটানো পুজোর কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি। সেখানে অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলে আকাশের সঙ্গেও ছবি রয়েছে। নিন্দুকদের কারও মন্তব্য, 'শো অফ' করছেন সুদীপা। আবার কারও আপত্তি ছবির নীচে তাঁর দেওয়া ক্যাপশন নিয়ে।  

Advertisement

বারবার বিতর্কে জড়িয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। ছেলেকে সোনার গয়না পরানো থেকে শুরু করে ফুড ডেলিভারি বয় ইস্যু, পান থকে চুন খসলেই তাঁকে ছেড়ে কথা বলেন না নেটিজেনরা। অগ্নিদেব চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী সুদীপা। পরিবার নিয়েও সোশ্যাল মিডিয়ায় কম কটাক্ষ শুনতে হয় না তাঁকে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া জুড়ে বয়ে যায় তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড়। যদিও সুদীপার জন্য পজিটিভ কমেন্টও করেন বহু মানুষ। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement