গুরুতর অসুস্থ স্বস্তিকা দত্ত। নতুন ছবির কাজ শুরু করেছিলেন, এরই মাঝে ঘটেছে বড় বিপত্তি। বড় ক্ষতি হয়েছে অভিনেত্রীর চোখে। তাঁর কর্নিয়া আঘাতপ্রাপ্ত হয়েছে। ফলে যন্ত্রণায় কাতর তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে একথা জানান। অভিনেত্রীর পোস্ট দেখে যথেষ্ট উদ্বেগে রয়েছেন সকলে। ইন্ডাস্ট্রির অন্যান্য তারকা থেকে শুরু করে নেটিজেনরা, তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
জুন মাসে শুরু হয়েছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের নতুন ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-র শ্যুটিং। নতুন কাজ নিয়ে বেশ উৎসাহী ছিলেন স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় কাজ শুরুর কথাও জানিয়েছিলেন। উত্তরবঙ্গে চলছিল শ্যুটিং। হঠাৎ শ্যুটিংয়ের মাঝেই চোখে প্রবল যন্ত্রণা শুরু হয় তাঁর। প্রযোজনা সংস্থার তরফে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "আমি শুনেছি যা হয় তা নাকি ভালর জন্য হয়, কিন্তু… গতকাল আমি আমার নতুন ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-র শ্যুট করছিলাম। তখন মারাত্ম ব্যথা হতে শুরু হয়। সঙ্গে সঙ্গে আমার প্রযোজনা সংস্থার তরফ থেকে আমায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কর্নিয়ার ক্ষতির সঙ্গে লড়াই করছি আমি। কেন, কীভাবে, কখন হল আমি কিছু জানি না। কিন্তু বিশ্বাস করুন পৃথিবীর সবচেয়ে মারাত্মক যন্ত্রণা ভোগ করছি আমি এখন।"
অভিনেত্রী আরও লেখেন, "আমি আমার সহ-অভিনেতাদের ধন্যবাদ জানাতে চাই, যারা সব রকম সহযোগিতা করছে আমার সঙ্গে। এই ছবিটি আমার জন্য খুব স্পেশাল। আর আমি এটার কাজ শেষ করবই, সে যাই হয়ে যাক না কেন। আমার পরিচালক-প্রযোজকরাও ডাক্তারদের সঙ্গে কথা বলে, সবরকম পরিকল্পনা করছেন। যাতে আমার চোখের চিকিৎসাও চালানো যায়। আমিও আমার চোখের দেখভাল করার চেষ্টা করছি যেমন, তেমনই কাজ চলিয়ে যাওয়ার।" ঠিক কী কারণে স্বস্তিকার চোখে এরকম হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ২০১৫ সালে 'পারব না আমি ছাড়াতে তোকে' ছবির মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন স্বস্তিকা দত্ত। এরপর 'হরিপদ ব্যান্ডওয়ালা', 'অভিমান', 'ফাটাফাটি'-র মতো আরও একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়া 'ভজো গোবিন্দ', 'বিজয়িনী', 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের মাধ্যমে সকলের মন জয় করেছেন তিনি। 'উত্তরণ', 'আনন্দ আশ্রম', 'জনি বনি'-র মতো সিরিজেও অভিনয় করেছেন স্বস্তিকা।