Advertisement

উষ্ণতার পারদ চড়িয়ে বোল্ড অবতারে দেবলীনা কুমার, Viral Video

পুজো আসতে আর বেশি দিন বাকি নেই। হারিয়ে যাওয়া বৃষ্টি ফেরায় আমবাঙালি আপাতত সামান্য বর্ষার আমেজ উপভোগ করছে। তার মধ্যে উষ্ণতা কয়েক পরত বাড়িয়ে দিলেন টলিউড অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar). সম্প্রতি আমেরিকা থেকে ফিরিছেন তিনি। তার পরই এমন বোল্ড অবতারে ধরা দিলেন অভিনেত্রী।

দেববীনা কুমারদেববীনা কুমার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2022,
  • अपडेटेड 11:21 AM IST

পুজো আসতে আর বেশি দিন বাকি নেই। হারিয়ে যাওয়া বৃষ্টি ফেরায় আমবাঙালি আপাতত সামান্য বর্ষার আমেজ উপভোগ করছে। তার মধ্যে উষ্ণতা কয়েক পরত বাড়িয়ে দিলেন টলিউড অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar). সম্প্রতি আমেরিকা থেকে ফিরিছেন তিনি। তার পরই এমন বোল্ড অবতারে ধরা দিলেন অভিনেত্রী।

দেবলীনা বাংলা সিনেমা ধারাবাহিকের চেনা মুখ। তাই তার বোল্ড ছবি বা ভিডিও ভাইরাল এবং চর্চিত হবে সেটাই স্বাভাবিক। সম্প্রতি, দেবলীনা একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাকে পাওয়া গিয়েছে টু পিস সুইম স্যুটে। বাহারি রঙের স্যুট, খোলা চুল, চোখে কালো চশমা দিয়ে দেবলীনা এক্কেবারে হট ডিভা। — পুলের ধারে শ্যুট করা ভিডিয়োর সঙ্গে জুড়ে দিয়েছেন ‘লেজি লমহে’র সুর। ব্যস, মুহূর্তে চর্চায় উঠে এসেছেন দেবলীনা কুমার।

 

আরও পড়ুন

সম্প্রতি, বোল্ড লুকে সোশ্যাল মিডিয়ায় পোজ দিলেন উত্তম কুমারের নাতবউ তথা গৌরব-পত্নী দেবলীনা কুমার। তার পোস্ট করা ইনস্টাগ্রাম ভিডিও দেখে নেটজনতার ঘুম ছুটেছে। যাকে তারা রঙ্গবতী গানে নাচতে দেখেছেন, নাচের রিয়ালিটি শোতে বিচারকের আসনে দেখেছেন এবং সাহেবের চিঠি ধারাবাহিকে দেখছেন, সেই অভিনেত্রীকে চরম সাহসী ভিডিওতে দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি তিরন্দাজ শবর। সেখানেও অভিনয়ে নজর কেড়েছেন দেবলীনা।

নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স যোগ দিতেই ব্যস্ত শিডিউলের ফাঁকেই উড়ে যান দেবলীনা ও গৌরব। কনফারেন্স শেষ করে ফের তাঁরা কাজের জগতে ফিরেছেন। গৌরব গাঁটছড়া ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র। ধারাবাহিকের টি আর পিও যথেষ্ট ভালো। অন্যদিকে দেবলীনা রয়েছেন সাহেবের চিঠি ধারাবাহিকে।

 

Read more!
Advertisement
Advertisement