
টলিউডের দাপুটে অভিনেত্রী হওয়ার পাশাপাশি মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) তৃণমূলের সাংসদও বটে। আর ২০১৯ সালে সাংসদ হওয়ার পর থেকে তিনি নিয়মিতভাবে বাজেট অধিবেশনে যোগ দিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হল না। এ বছরও চলতি আর্থিক বছরের বাজেট অধিবেশনে যোগ দিলেন সাংসদ-অভিনেত্রী। তবে এ বছর বাজেট অধিবেশনে একা গেলেন না মিমি চক্রবর্তী। সঙ্গে নিয়ে গেলেন তাঁর মা-বাবাকে।
বাজেট অধিবেশনে যোগ মিমি চক্রবর্তীর
যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর ওপর এমনিতেই অভিযোগ যে তিনি সঠিকভাবে পরিষেবা দেন না এলাকার মানুষজনদের। তবে এই অভিযোগের পরই নড়েচড়ে ওঠেন মিমি এবং জোর কদমে এলাকায় কাজ শুরু করেন। ১ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন উপলক্ষ্যে দিল্লি গিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে এইবার তিনি নিজের মা-বাবাকেও নিয়ে এসেছেন এই বাজেটে।
মা-বাবাকে সঙ্গে নিয়ে সংসদে গেলেন মিমি
এদিন মিমির পরনে ছিল কালো রঙের পোশাক। সঙ্গে নিয়ে এসেছেন মা-বাবাকে। সোশ্যাল মিডিয়ায় মা-বাবার সঙ্গে সেই ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। তবে এর আগেও মাকে নিয়ে সংসদে গেলে বাজেট অধিবেশনে কোনওদিন নিয়ে আসেননি তাঁর অভিভাবকদের। এই প্রথমবার মা ও বাবা দুজনেই বাজেট অধিবেশনে মেয়ে মিমির সঙ্গে পার্লামেন্টে আসেন।
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট
বুধবার দুপুর ১টা ১৮ মিনিট নাগাদ মিমি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, বাবার কাঁধে ডানহাত রেখে দাঁড়িয়ে রয়েছেন মিমি। আর এক পাশে রয়েছেন তাঁর মা। বাঁ হাতে ঝোলানো সাইড ব্যাগ এবং জড়িয়ে রাখা হলুদ রঙের একটি বড় খাম। তবে সেই খামে ঠিক কী রয়েছে, সেটা অবশ্য খোলসা করেননি মিমি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে মিমি লেখেন, 'আমার বাবা বলেছেন যে এটা তাঁর জীবনের দ্বিতীয় সেরা দিন। প্রথমটা যেদিন আমি জন্মেছিলাম।'
মন দিয়ে শুনলেন বাজেট
সংসদে মিমি মানেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে নতুন ছবি। এদিনও তার অন্যথা হয়নি। গতবছর সংসদে অধিবেশন চলাকালীন দেশের বেশ কয়েকজন মহিলা সাংসদ একসঙ্গে ছবি তুলেছিলেন, যার মধ্যমণি ছিলেন নির্মলা সীতারমন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নারীশক্তির কথা ব্যাখ্যা করেছিলেন খোদ অর্থমন্ত্রী। আজ, বুধবার সেই নির্মলার পেশ করা বাজেটই মন দিয়ে শুনলেন মিমি।