প্রায় প্রতি সপ্তাহান্তেই তারকাদের পার্টি খুব সাধারণ ব্যাপার। তা সে পাব-এ হোক কিংবা হাউজ পার্টি। সাধারণত বেশিরভাগ সময়ে হাউজ পার্টি- আড্ডাতে মেতে উঠতে দেখা যায় টলিপাড়ার অনেককে। বৃষ্টি পরিস্থিতির জন্য এবছর দুর্গাপুজোর আনন্দে ভাঁটা পড়েছিল। তবে দেবী দুর্গার পুজো মানে বাঙালির আবেগ। নবমীর সন্ধ্যাতে এরমকই এক হাউজ পার্টি- আড্ডাতে মেতেছিলেন টলিপাড়ার অনেকেই। পুজোর এই আড্ডা বসেছিল মিমি চক্রবর্তীর বাড়িতে।
প্রায় প্রতি বছরই পুজোয় মিমির বাড়িতে বসে জমাট আড্ডার আসর। এদিনও আড্ডা- খাওয়া-দাওয়া সব মিলিয়ে দারুণ জমজমাট রাত। এককথায় বলা যায় ইন্ডাস্ট্রি একত্রিত হয়েছিলেন এদিন। হাজির ছিলেন একাধিক অভিনেতারা।
'হোস্ট' মিমি ছাড়াও অনিন্দ্য চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, অভিষেক রায় সহ মিমির অন্যান্য পরিজনেররা এদিন মেতে উঠলেন জমজমাট আড্ডায়। মহানবমী, তাই স্বাভাবিকভাবেই দিনটা স্পেশাল। তারকারা সকলেই পরেছেন ট্রাডিশনার পোশাক।
বেশ কিছুদিন ধরেই শিরোনামে মিমি। 'রক্তবীজ ২'-র গানে বিকিনি পরা তাঁর লুক রীতিমতো চর্চায়। এছাড়া সম্প্রতি তাঁর নাম জড়িয়েছে বেটিং অ্যাপ কাণ্ডে। অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে জড়িত থাকার কারণে টলিউড নায়িকাকে সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নির্দেশ মতো, ১৫ সেপ্টেম্বর, দিল্লিতে ইডির অফিসে হাজিরা দেন নায়িকা।
প্রসঙ্গত, বিভিন্ন সাক্ষাৎকার থেকে শো, টলি সেলেবদের মুখে শোনা যায় ইন্ডাস্ট্রির একতার কথা। যদিও তারকাদের মধ্যেই অনেকের গলায় আবার অন্য সুর শোনা যায়। বাকিদের কটাক্ষ করে তাঁরা বলেন, 'এসব লোক দেখানো, কোনও একতাই নেই ইন্ডাস্ট্রিতে। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয় বাংলা ছবির।' সোশ্যাল মিডিয়ায় মাঝে- মধ্যেই দেখা যায় এরকম হাউজ পার্টির কিছু মুহূর্ত। যদিও বাস্তবে কতটা একতা, কতটা বন্ধুত্ব তা একমাত্র বলতে পারবেন তাঁরা নিজেরাই।