Advertisement

Tollywood Celebs Sindoor Khela: সিঁদুরে রাঙা শুভশ্রী, কোয়েল, শ্রীময়ীরা! সাবেকি সাজে টলি তারকাদের সিঁদুর খেলার মুহূর্ত

Sindoor Khela Rituals- Durga Puja 2024: উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো। তাই তো জাতি -ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মেতে ওঠেন আনন্দ উৎসবে। দশমীর একটি প্রধান উৎসব দেবীর বরণ ও সিঁদুর খেলা।

টলি তারকাদের সিঁদুর খেলার ছবি (সৌজন্যে: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Oct 2024,
  • अपडेटेड 8:16 PM IST

দশমী মানেই উমার কৈলাসে ফেরার পালা। চারিদিকে বিষাদের সুর। ভারাক্রান্ত মন নিয়েই সকলে ঘরের মেয়েকে বিদায় জানায়। ঢাকের তাল, সিঁদুর খেলা, দেবীর বরণের পর জলাশয়ে প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টি মুখ আর একরাশ নতুন আশা নিয়ে শুরু হয় বাঙালির বিজয়া পর্ব। টলিউড তারকারাও মেতেছেন সিঁদুর খেলায়।  

উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো। তাই তো জাতি -ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মেতে ওঠেন আনন্দ উৎসবে। দশমীর একটি প্রধান উৎসব দেবীর বরণ ও সিঁদুর খেলা। প্রতি বছরের মতো এবারও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুর্গা মাকে বরণ করে সিঁদুর খেলেছেন। সঙ্গে ছিলেন স্বামী- পরিচালক- বিধায়ক রাজ চক্রবর্তী এবং ছোট্ট ইউভান। সোশ্যাল মিডিয়ায় তারকা জুটি শেয়ার করেছেন এদিনের বিভিন্ন লেন্সবন্দি মুহূর্ত।

 

 

এবছর বিয়ের পর প্রথম পুজো কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের। এই তারকা জুটিও শেয়ার করেছেন সিঁদুর খেলার একগুচ্ছ ছবি। সাদা- লাল পার শাড়ি, সোনার গয়নায় সেজেছিলেন কাঞ্চন ঘরণী। অন্যদিকে অভিনেতা- বিধায়কের পরনে সাদা রঙা পাজামা- পঞ্জাবি। দেবী বরণের পরে স্ত্রীয়ের সিঁথি রাঙিয়ে দিলেন কাঞ্চন। 

 

 

আরও এক টলিউড দম্পতি তাঁদের সিঁদুর খেলার পরে ছবি শেয়ার করেছেন। যদিও যশ দাশগুপ্ত ও নুসরত জাহানকে ছবির জন্য কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। নিন্দুকদের অনেকেই প্শ্ন তুলেছেন, মুসলমান হয়েও কী করে সিঁদুর পরেছেন নায়িকা। কমেন্ট বক্স ভরেছে নানা নেতিবাচক মন্তব্যে। 

 

অভিনেত্রী কোয়েল মল্লিক প্রতি বছরই পুজোর সবকটা দিন নিষ্ঠা করে পুজোর নানা রীতিনীতি পালন করেন। দেবীর বরণের ভিডিও সামনে আনেন নায়িকা। এবছর কিছুটা কড়া নিয়মে পালিত হল মল্লিক বাড়ির পুজো। আগেই জানানো হয়েছিল, বাইরের লোকের প্রবেশে কিছুটা বাধা- নিষেধ থাকবে এবার। মল্লিক ও সিং পরিবারে রয়েছে বাড়তি খুশির আবহ। মা হতে চলেছেন কোয়েল। নায়িকা ভিডিওবার্তায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিজয়ার।  

Advertisement


 

এছাড়াও ঋতাভরী চক্রবর্তী, সায়নী ঘোষ, দর্শনা বণিক, কনীনিকা বন্দ্যোপাধ্যায় সহ বেশীরভাগ তারকারাই সামিল হয়েছিলেন সিঁদুর খেলায়। এবছর রাজ্যের পরিস্থিতি একেবারে আলাদা। উৎসবের দিনগুলিতেও বেশীরভাগ মানুষের মনে রয়েছে বিষাদের সুর। তবু দুর্গা পুজোর সঙ্গে বাঙালির আত্মার টান রয়েছে। দুর্গা পুজো বাঙালির আবেগ। দেবীর পুজো হয়েছে সব রীতিনীতি মেনেই। সেই আবহে সামিল হয়েছিলেন তারকারাও।  

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement