
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সবে মাত্র শেষ হয়েছে। তবে তার রেশ এখনও রয়ে গেছে। প্যান্ডেল হপিং, খাওয়াদাওয়া, আড্ডা সহ নানা প্ল্যানের মধ্যে পুজোয় ছবি মুক্তি গত কয়েক বছরের একটা চল। ট্রেন্ড অনুযায়ী ফেস্টিভ মুডে বাঙালিকে হলমুখী করতে ভিড়ে সামিল হন একাধিক নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলি।
এবারও উৎসবের মরসুমে মুক্তি পেয়েছে একগুচ্ছ ছবি। ইন্ডাস্ট্রির ঐক্য নিয়ে নানা কথা হলেও, এক্ষেত্রে ঠান্ডা লড়াই বা নাম না করে বাকযুদ্ধ, অভিযোগ- পাল্টা অভিযোগ কারও চোখ এড়াইনি।
এবছর পুজোয় মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি। সবকটিতেই ছিল তাবড় অভিনেতা। সব মিলিয়ে এক কথায় বলা যায়, সব ছবিই জোর টেক্কা দিয়েছে একে অপরকে। তবে শেষ পর্যন্ত কে ছক্কা হাঁকাল, কার বেশি লক্ষ্মীলাভ হল, তা নিয়ে অনেকেই মনেই কৌতূহল রয়েছে। জেনে নিন স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, এই পুজোয় মুক্তিপ্রাপ্ত কোন বাংলা ছবির এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন কেমন।
ছবি: রঘু ডাকাত
* প্রযোজনা সংস্থা: এসভিএফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স
* পরিচালক: ধ্রুব বন্দ্যোপাধ্যায়
* অভিনয়ে: দেব, ইধিকা পাল, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, ওম সাহানি, রূপা গঙ্গোপাধ্যায়
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ৭.৮৪ কোটি
* ভারতে নেট কালেকশন- ৬.৮ কোটি
ছবি: রক্তবীজ ২
* প্রযোজনা সংস্থা: উইনডোজ
* পরিচালক: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়
* অভিনয়ে: আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ৪.১৭ কোটি
* ভারতে নেট কালেকশন- ৩.৭৩ কোটি
ছবি: দেবী চৌধুরাণী
* প্রযোজনা সংস্থা: এডিটেড মোশন পিকচার্স
* পরিচালক: শুভ্রজিৎ মিত্র
* অভিনয়ে: শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দ, দর্শনা বণিক-সহ বাংলার এক ঝাঁক অভিনেতা।
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ১.৭৮ কোটি
* ভারতে নেট কালেকশন- ১.৫৯ কোটি
ছবি: যত কাণ্ড কলকাতাতেই
* প্রযোজনা সংস্থা: ফ্রেন্ডস কমিউনিকেশন
* পরিচালক: অনীক দত্ত
* অভিনয়ে: আবীর চট্টোপাধ্যায়, নওশাবা আহমেদ
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ১.৫৮ কোটি
* ভারতে নেট কালেকশন- ১.৪১ কোটি