Advertisement

Anusha- Aditya Marriage: বিয়ের পিঁড়িতে বসছেন অনুষা- আদিত্য? টলিপাড়ায় জল্পনা তুঙ্গে

Tollywood Couple: প্রেমের সাগরে ভাসছেন অনুষা- আদিত্য। এরপর ধীরে ধীরে নেটমাধ্যমেও সিলমোহর দেন জুটি। এবার টলিপাড়ায় শোনা যাচ্ছে নতুন খবর। জল্পনা, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারকা জুটি। 

অনুষা বিশ্বনাথন- আদিত্য সেনগুপ্ত (ছবি: ফেসবুক)অনুষা বিশ্বনাথন- আদিত্য সেনগুপ্ত (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2025,
  • अपडेटेड 1:04 PM IST

টলি কিংবা টেলিপাড়ায় সম্পর্ক ভাঙা-গড়ার কথা শোনা যায় প্রায়ই। এরকমই টলিউডের দুই স্টার কিডের জীবনের প্রেমের রং লেগেছে বছর খানেক হল। কথা হচ্ছে অভিনেত্রী অনুষা বিশ্বনাথন ও অভিনেতা- পরিচালক আদিত্য সেনগুপ্তকে নিয়ে। শুরুতে সোশ্যাল মিডিয়ায় তেমন কোনও আঁচ না মিললেও, ইন্ডাস্ট্রিতে খবর রটে যায়। আগের সম্পর্ক থেকে বেরিয়ে একে অপরের প্রেমের সাগরে ভাসছেন অনুষা- আদিত্য। এরপর ধীরে ধীরে নেটমাধ্যমেও সিলমোহর দেন জুটি। এবার টলিপাড়ায় শোনা যাচ্ছে নতুন খবর। জল্পনা, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারকা জুটি। 

স্টুডিও পাড়ার খবর, খুব শীঘ্রই সানাই বাজতে চলেছে টলিউডে। তাহলে কি সত্যিই চার হাত এক হবে আদিত্য- অনুষার? সাংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, "আমাকে এটা অনেকেই জিজ্ঞাসা করে, আমি কি বিয়ে করছি? কিন্তু আমি কি বলেছি যে আমি বিয়ে করছি? আমাদের দু'জনের কেউই বলিনি, আমরা বিয়ে করছি। আসলে বিনোদন জগতে সম্পর্ক নিয়ে সচরাচর এত স্বচ্ছ ভাবে কেউ থাকে না। আমরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে বলি। আমার ও আদিত্যের মনে হয়েছিল, লুকিয়ে প্রেম করার তো কোনও কারণ নেই। আমরা সম্পর্কে যাওয়ার আগে অনেকটা সময় নিয়েছিলাম। তাই এই সম্পর্ক আমরা অনেক ভেবেচিন্তে তৈরি করেছি। তাই এই সম্পর্ক লুকনোর কোনও কারণ আমরা খুঁজে পাইনি।" 

সম্পর্কের রসায়ন কেমন জুটির? অনুষা জানিয়েছেন, আদিত্য নাকি ইচ্ছে করে ঝগড়া করার চেষ্টা করেন। তাঁর কথায়, "ও আক্ষেপ করে বলে ‘তুই তো ঝগড়াই করিস না। মনোরঞ্জনের জন্য তো ঝগড়া কর'। আসলে আমাদের মধ্যে কোনও বিষয় নিয়ে সমস্যা হলে আমরা পরস্পরের কাছে ক্ষমা চাইতে দেরি করি না। আমরা কোনও কিছু টেনে নিয়ে যেতে পারি না। কিছু হলেই আমাদের দু'জনের উদ্বেগ হতে থাকে। আর আমি দ্রুত কথা বলে মিটিয়ে নিতে পছন্দ করি। আমি নিজেকে চিনি। কোনও কিছু চেপে রাখলে বিষয়টা আমার মধ্যে জমতে থাকে। তাই কথা বলে মিটিয়ে নিই।" 

Advertisement

আরও পড়ুন

ভ্যাকেশন থেকে শুরু করে ফিল্মি পার্টি, সব জায়গাতে একসঙ্গেই যান অনুষা- আদিত্য। প্রেম নিয়ে এখন  লুকোছাপা করেন না তাঁরা। দু'জনের নানা লেন্সবন্দি মুহূর্ত সকলের সঙ্গে ভাগও করে নেন প্রায়ই। আদুরে ছবিগুলি দেখে, নেটজেনরাও ভালোবাসা- শুভেচ্ছায় ভরান। 

জনপ্রিয় পরিচালক অশোক বিশ্বনাথন এবং বাচিক শিল্পী মধুমন্তী মৈত্রের মেয়ে অনুষা। অন্যদিকে দেবাংশু সেনগুপ্ত- খেয়ালি দস্তিদারের সন্তান আদিত্য সেনগুপ্ত। দেবাংশুর সঙ্গে খেয়ালির বিবাহ বিচ্ছেদের সময় তিনি অনেকটাই ছোট ছিলেন। পরে খেয়ালি বিয়ে করেন অরিন্দম গঙ্গোপাধ্যায়কে। শুরুতে মেনে না নিলেও, পরে ভালোবাসে অরিন্দমকে 'বাপি' বলে সম্বোধন শুরু করেন আদিত্য।

'প্রজাপতি বিস্কুট' ছবিতে ইশা সাহার বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেন আদিত্য। যদিও তিনি বেশি ভালোবাসেন ক্যামেরার পিছনে থাকতেই। চিত্রনাট্য লেখা থেকে শুরু করে, ছবি পরিচালনার দায়িত্বও সামলান তিনি। অন্যদিকে ছোট পর্দা, বড় পর্দা বা ওটিটি-র বেশ জনপ্রিয় মুখ অনুষা। অভিনয়ের পাশাপাশি মডেলিং দুনিয়াতেও তাঁর পরিচিতি আছে। 'জেনারেশন আমি', 'মিথ্যে প্রেমের গান', 'দুর্গা সহায়', 'বরুণ বাবুর বন্ধু', 'ব্যোমকেশ', 'অপরাজিত'-র মতো প্রোজেক্টে দেখা গেছে তাঁকে। 'জল থই থই ভালবাসা' ধারাবাহিকে তোতা চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ। 

প্রসঙ্গত, এর আগে অনুষার প্রেম ছিল ইন্ডাস্ট্রির এক পরিচিত চিত্রগ্রাহকের সঙ্গে। অন্যদিকে আদিত্য দীর্ঘদিন সম্পর্কে ছিলেন অভিনেত্রী খেয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে। এমনকী শোনা যায়, তাঁরা দীর্ঘদিন সহবাসও করতেন। অনুষা- আদিত্যর সম্পর্কের কথা শুনে অনেকেই এজন্যে অবাক হয়েছিলেন প্রথম। 


 

Read more!
Advertisement
Advertisement