Advertisement

Arjun- Sreeja: নতুন প্রেম- দাম্পত্যে ফাটলের গুঞ্জন, রাতে এভাবে সৃজার মান ভাঙাচ্ছেন অর্জুন?

Tollywood Gossips: টলিপাড়ার আরও বেশ কয়েকজন জুটির মতো, অর্জুন ও তাঁর স্ত্রী সৃজা সেনের মধ্যেও নাকি দূরত্ব তৈরি হয়েছে বলে জল্পনা শোনা যাচ্ছে। কারণ, তৃতীয় ব্যক্তির আগমন। গুঞ্জন, সেটা অর্জুনের স্ত্রীয়ের কানে সে খবর আসতেই, দু'জনের মধ্যে দুরত্ব বাড়ে।

অর্জুন, সৃজা, সৌরসেনী (ছবি: ইনস্টাগ্রাম)অর্জুন, সৃজা, সৌরসেনী (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Aug 2024,
  • अपडेटेड 3:18 PM IST

শিরোনামে অর্জুন চক্রবর্তী। গত কয়েকদিনে ব্যক্তিগত কারণে নেটিজেন থেকে শুরু করে, স্টুডিওপাড়ায় বেশ চর্চায় থাকেন অভিনেত্রী। টলিপাড়ার আরও বেশ কয়েকজন জুটির মতো, অর্জুন ও তাঁর স্ত্রী সৃজা সেনের মধ্যেও নাকি দূরত্ব তৈরি হয়েছে বলে জল্পনা শোনা যাচ্ছে। কারণ, তৃতীয় ব্যক্তির আগমন। গুঞ্জন, সেটা অর্জুনের স্ত্রীয়ের কানে সে খবর আসতেই, দু'জনের মধ্যে দুরত্ব বাড়ে। বিবাহ বহির্ভূত সম্পর্ক- বিচ্ছেদ ইত্যাদি নিয়ে আলোচনার মাঝে, এবার সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন অর্জুন। 

বৃহস্পতিবার রাতে ইনস্টাতে সৃজার সঙ্গে একটি ছবি শেয়ার করেন অর্জুন। কোনও রেস্তরাঁতে খাওয়ার সময় মুহূর্তটি লেন্সবন্দি করেন তাঁরা। ছবিতে দু'জনের পোজ দেখে যাচ্ছে, একে অপরের সঙ্গে দারুণ মজার সময় কাটাচ্ছেন জুটি এবং তাঁদের মধ্যে কোনও অশান্তি নেই। যদিও নিন্দুকরা বলছে, 'ড্যামেজ' কন্ট্রোল করতেই নাকি একসঙ্গে ছবি শেয়র করছেন তাঁরা।  

সম্প্রতি সংবাদমাধ্যমকে অর্জুন বলেন, "একটু উনিশ-বিশ হল, বা একটু ঝগড়া হল কি হল না বা ঝগড়া হয়তো হয়ওনি, লোকে ধরে নিচ্ছে ঝগড়া হয়েছে। অমুক অভিনেতার জীবনে বিচ্ছেদ হচ্ছে আমরা জানি, তাহলে দেখে নিন আরও একজন আছে যার বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে’– এইভাবে খবর হচ্ছে আজকাল। ক্লিকবেট-এর জন‌্যই হোক বা যে কারণেই হোক, এটা খুব ড‌্যামেজিং। মেন্টাল হেলথ এফেক্ট করছে শুধু সেই পাবলিক ফিগারের নয়, তার আশপাশের ভালোবাসার মানুষেরও। যা সব চলছে, তাতে মনে হচ্ছে যখন শ্যুটিং থাকবে না, তখন পাহাড়ে গিয়ে বসে থাকতে হবে! সেটা তো সম্ভব নয়। আমাদের তো সোশালাইজও করতে হয়। নারী এবং পুরুষ একসঙ্গে থাকলেই মুশকিল। আশপাশে হয়তো কেউ ছিল, সে গিয়ে হয়তো বলে দিল তার সাংবাদিক বন্ধুকে। তা হলে এবার আশপাশ দেখে কথা বলতে হবে। যেন আমি আড্ডা মেরে অন‌্যায় করছি। এই সব ভেবে সারাক্ষণ চলতে হয়। এবং এখন মনে হচ্ছে আরও ভাবা উচিত।" 

Advertisement

আরও পড়ুন

বঙ্গ সম্মেলন থেকে ফেরার পর ব‌্যক্তিগত জীবনের অশান্তি প্রসঙ্গে অভিনেতা বলেন, "এটা খুব ডিফিকাল্ট। এর থেকে কঠিন সময় আর কিছু হতে পারে না। এই রকম মানসিক অশান্তি যদি চলে তা হলে কাজ করা মুশকিল। নতুন কাজের সেটে গিয়ে ভাবছি এরা সবাই খবরটা পড়েছে, তাহলে এরা কি আমাকে নিয়ে ভাবছে! আমাকে নিয়ে কে কী ভাবল সেটা তো আমার ভাবার কথা নয়। কিন্তু অনুমান করে নিয়ে, সোশ‌াল মিডিয়া-নির্ভর করে যা নয় তাই খবর হচ্ছে। আমার আর সৃজার ছবি একসঙ্গে নিয়ে হেডলাইন হচ্ছে। ‘ডিভোর্স’ শব্দ ব‌্যবহার করে লিখে দিচ্ছে। কম পোস্ট করলেও আমরা তো নিজেদের ছবিও একসঙ্গে দিয়েছি।" 

 

 

অশান্তি কীভাব সামলাচ্ছেন অর্জুন- সৃজা? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, "আমরা সব কিছু নিয়েই নিজেদের মধ্যে কথা বলি, ডিসকাস করি। তাছাড়া এটাই প্রথমবার নয়, এর আগেও গসিপ হয়েছে আমাকে নিয়ে। আগেও খবর বেরিয়েছে, সেটা আমাকে আমার চেনা লোকজন দেখিয়েছে। বাইরের সংবাদ মাধ‌্যমকে কন্ট্রোল করা আমার কাজ নয়। আমি আমার পরিবারের কাছে, কাছের মানুষের কাছে স্বচ্ছ থাকতে পারি। লোকের নানাবিধ মত থাকবে, সেটা নিয়ে আমার কিছু করার নেই। দুর্ভাগ‌্যবশত পাবলিক ফিগার হওয়ার এটা একটা প্রফেশনাল হ‌্যাজার্ড। এটা নিয়েই চলতে হবে।" 

প্রসঙ্গত, টলিপাড়ার অন্দরের খবর, আমেরিকায় বঙ্গ সম্মেলনে গিয়ে সৌরসেনী মৈত্রের সঙ্গে অর্জুনের ঘনিষ্ঠতা বাড়ে। সেই ঘনিষ্ঠটা এতটাই বাড়াবাড়ি পর্যায় যায় যে, সেটা অর্জুনের স্ত্রীর কানে আসতে খুব বেশি সময় লাগেনি। দুরত্ব বাড়ে জুটির মধ্যে। যদিও পুরো বিষয়টি সংবাদমাধ্যমের কাছে অস্বীকার করেন অর্জুন। এমনকী সৌরসেনীও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। 

 

Read more!
Advertisement
Advertisement