সময়টা খুব ভাল যাচ্ছে ইধিকা পাল। শিরোনামে থাকেন টেলিপাড়ার নায়িকা। প্রি- প্রোডাকশন, পোস্ট-প্রোডাকশন, প্রচার, ফিল্মি পার্টি সব মিলিয়ে, একের পর এক ছবির শ্যুটিং নিয়ে এই মুহূর্তে তুমুল ব্যস্ত তিনি। এদিকে তাঁর প্রশংসায় পঞ্চমুখ দেব। নায়িকা যে টলিউড মেগাস্টারের পছন্দের তালিকার একেবারে প্রথমের দিকেই আছে, সে প্রমাণ বারবার মিলেছে। 'খাদান'-র সাফল্যের পর 'কিশোরি গার্লই' দেবের পরের ছবির নায়িকা।
এবছর পুজোয় পর্দায় ফুটে উঠবে রঘু ডাকাতের সঙ্গে সৌদামিনীর প্রেম। এমনিতেই দেব-ইধিকা জুটিকে দারুণ পছন্দ করে দর্শক। মাঝে দু'জনের সম্পর্কে নানা গুঞ্জনও ছড়ায়। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস শোনা যায়, বাস্তবেও নাকি দেবের মনে জায়গা করে নিয়েছেন ইধিকা। সেই জন্যে নাকি রুক্মিণী বেজায় চটেছেন। যদিও এবিষয়ে এখনও সিলমোহর পড়েনি। তাই গোটা বিষয়টাও এখনও জল্পনা পর্যায়েই রয়েছে।
বুধবার থেকে ফের আলোচনায় দেব ও ইধিকা। নায়িকাকে বাংলার ক্রাশ বলে সম্বোধন করেছেন দেব। আর এর পর থেকেই চলছে চর্চা। আসলে এদিন সোহম চক্রবর্তী ও ইধিকার পরবর্তী ছবি 'বহুরূপ' ছবির ট্রেলার শেয়ার করেছেন দেব। নায়িকাকে শুভেচ্ছা জানিয়ে দেব লিখেছেন, "আমার আদরের ভাই সোহম ও 'বেঙ্গল ক্রাশ' ইধিকাকে শুভেচ্ছা।" পালটা উত্তর এসেছে তাঁর 'কিশোরী'র তরফেও। দেবকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ইধিকা পাল। টলিউডে তাঁর হাতেখড়ি হয়েছে 'খাদান'-র মাধ্যমে। যদিও বড় পর্দায় এটা তাঁর প্রথম কাজ নয়। ঢালিউড ইন্ডাস্ট্রিও এখন যথেষ্ট পরিচিত মুখ তিনি। জীবনের প্রথম ছবি- 'প্রিয়তমা'-তে ইধিকা জুটি বেঁধেছিলেন শাকিব খানের সঙ্গে। এছাড়াও বাংলাদেশে আর একটি ছবির ঘোষণা করে ফেলেছেন তিনি। পরীমনির প্রাক্তন স্বামী শরিফুল রাজের সঙ্গে 'কবি' ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।
'কপালকুন্ডলা' ধারাবাহিকে পদ্মাবতীর চরিত্রের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন ইধিকা পাল। তবে মুখ্য চরিত্রে তাঁকে প্রথম দেখা যায় 'রিমলি' ধারাবাহিকে। এরপর তাঁকে দর্শক দেখেন 'পিলু'-তে। পার্শ্বচরিত্র হিসাবে অভিনয় শুরু করলেও, পরে মুখ্য চরিত্রকেই ছাপিয়ে যান তিনি। রঞ্জিনী বা রঞ্জা চরিত্রটি দর্শক দারুণ পছন্দ করেন। প্রথমে এই চরিত্রটিতে 'গ্রে শেডস' থাকলেও, পরে ক্রমে পাল্টে যায় রঞ্জা। পদ্মাপারেও তাঁর কাজ যথেষ্ট প্রশংসা পেয়েছে। এবার দেখার, দেবের সঙ্গে 'রঘু ডাকাত'-এ তাঁর রসায়ন ফের কতটা জমে ওঠে পর্দায়।