"আমার সঙ্গে বন্ধুত্ব করবে?" মঞ্চে সকলের সামনে দেবকে বললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। উত্তরে দেব বললেন... অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। একসঙ্গে সামনে এলেন দেব- শুভশ্রী। সৌজন্যে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি 'ধুমকেতু'। সোমবার দুপুরের পর থেকে হাজার- হাজার দেব- শুভশ্রী অনুগামীরা ভিড় জমাতে শুরু করেন সার্দান অ্যাভিনিউর রাস্তায়। এদিন নজরুল মঞ্চে ছিল 'ধুমকেতু'ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। দুই তারকার ভক্তদের জন্য বড় প্রাপ্তি এদিন। প্রায় দীর্ঘ ১০ বছর পরে ফের একসঙ্গে জুটি।
নানা জট কেটে অবশেষে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। এই খবরটি চাউর হওয়ার পর থেকেই দেব-শুভশ্রীর অনুগামীদের উৎসাহ- উত্তেজনা তুঙ্গে। 'ধূমকেতু'-র নানা ছবি, ভিডিও ঘুরছে নেটমাধ্যমে। সেই সঙ্গে নানা গুজব, প্রশ্নও ঘুরছে। ছবির আগে প্রচারের জন্য কি তাহলে একসঙ্গে দেখা যাবে জুটিকে? এই প্রশ্ন সকলের মাথায় ঘুরছিল। বিভিন্ন সাক্ষাৎকারেও প্রশ্নের উত্তর দেননি দুই অভিনেতার কেউই। উল্টে কৌতূহল জিইয়ে রেখেছিলেন মুছকি হাসি হেসে।
সোমবার বিকেল থেকেই নজরুল মঞ্চে চলেছে দেবের ছবির সব সুপারহিট গান। তুমুল নাচ করেছেন অনুগামীরা। এরপর অনুপম রায়ের কণ্ঠে 'ধূমকেতু'-র গান শুনে উত্তেজনা চরমে পৌঁছায়। এরপরই এল সেই মুহূর্ত। নেপথ্যে চলছে 'আর বেশি কিছু আশা করো না...।' কালো রঙা পোশাকে মঞ্চে প্রবেশ করলেন দেব- শুভশ্রী। সঞ্চালক প্রশ্ন ছুঁড়লেন "শুভশ্রী কিছু বলতে চাও?" লাজুক হেসে নায়িকা দেবের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন "আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে?" শুনে লাজুক হাসি দেবের মুখেও। বললেন, "কেন?" শুভশ্রীর উত্তর "এমনি...।" দেবের দেওয়া ক্যাপশন 'এমনি'-র পিছনে কি তাহলে এটাই কারণ? উস্কে দিল নতুন প্রশ্ন। তবে 'দেব মজা করে বললেন, 'এমনি- এখান থেকে আসেনি। আমায় বাড়ি ফিরতে হবে...।'
দেব- শুভশ্রী জুটি নিয়েও কথা বললেন নায়িকা। তাঁর কথায়, "আমরা দু'জনে কখনও প্রচেষ্টা করিনি আমাদের জুটিটা বাঁচিয়ে রাখার জন্য। তবে আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুভূতিতে, তোমাদের কান্নায়, তোমাদের হাসিতে, তোমাদের রাগে এবং সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক অনেক ধন্যবাদ।"
এরই মাঝে সঞ্চালক প্রশ্ন করেন 'দেশু' (দেব- শুভশ্রী) জুটির এতদিনে নিশ্চয় কয়েকশো ছবি হয়ে গেছে? শুনে দেব বলেন, "কয়েকশো না, চারটে!" দেবের কথা কেটে শুভশ্রী তাঁর ভুল সংশোধন করে বলেন, "চারটে না, পাঁচটা।" সঙ্গে সঙ্গে নায়কের মন্তব্য, "দেখছিলাম, তোমার মনে আছে কি না।" তারপরেই অভিনেতা বলেন, "না আসলে ছয়টা। ধূমকেতুকে ভুললে হবে না। তুমি যেখানেই থাকো, যত বড় হও না কেন ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না।"
নিজেদের সম্পর্কে কখনও সিলমোহর দেননি দেব- শুভশ্রী। এমনকী সম্পর্কে থাকাকালীন 'ভাল বন্ধু' বলেই নিজেদের পরিচয় দিতেন প্রকাশ্যে। বিভিন্ন সাক্ষাৎকারেও এই নিয়ে প্রশ্ন করায়, এই উত্তরই দিতেন দু'জনেই। তবে তাঁদের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রিতে 'ওপেন সিক্রেট'। তাঁদের ব্রেকআপের হওয়ার পরে সবটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যায়। বহু সাক্ষাৎকারে টলিউড সুপারস্টার বলেন যে, শুভশ্রী তাঁর জীবনের অত্যন্ত কাছের একজন মানুষ। শুধু তাই নয়, বাস্তবে তাঁর জীবনের প্রেম কাহিনির এরকম পরিণতি তিনি আশা করেননি।
প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'চ্যালেঞ্জ' ছবিতে প্রথমবার জুটিতে দেখা যায় দেব- শুভশ্রীকে। এই ছবি দারুণ সফল হয়। সেসময় থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে তা পরিণত হয় গভীর সম্পর্কে। ইন্ডাস্ট্রিতে এরপর একের পর এক ছবিতে তাঁরা অভিনয় করেন জুটি বেঁধেই। 'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', ' খোকাবাবু'-র মতো বাণিজ্যিক ছবিগুলি বিপুল লক্ষ্মীলাভ করে। এখন দেখার 'ধূমকেতু'-র বক্স অফিস সাফল্য কতটা।