বিনোদন জগতে কত সম্পর্ক ভাঙে -গড়ে। ঠিক সেরকমই এক জনপ্রিয় জুটি ছিল দেব -শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দু'জনের অনুগামী সংখ্যাও ছিল বিপুল পরিমাণে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর এই টলি কাপলের ব্রেকআপে বহু ফ্যানেদের মন ভেঙেছিল। সম্প্রতি টলিউডের প্রাক্তন এই জুটির একটি ভিডিও ফের সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনেই শুভশ্রীর সঙ্গে মজা করছেন দেব। মুহূর্ত ভাইরাল হয়েছে সেই ভিডিওটি।
আসলে নাচের রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স'-র একটি পুরনো ভিডিও ফের সামনে এসেছে। যেখানে অতিথি বিচারক আসনে বসেছেন দেব, শুভশ্রী ও অঙ্কুশ হাজরা। একে অপরের 'লেগ পুল' করতেও ছাড়েননি তিন অভিনেতা। দেব, শুভশ্রীকে জিজ্ঞেস করেন, "শুভশ্রী তোমার এখন মেকআপ করতে কতক্ষণ সময় লাগে?" উত্তরে নায়িকা বলেন, "আমি এখন খুব তাড়াতাড়ি মেকআপ করি। এমনকী আমাদের ছবিতে আমার নাম হয়েছিল হিরো আর ও (অঙ্কুশ) হিরোইন। আমার আমি ১ ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যেতাম। আর ওঁর সময় লাগত ২ ঘণ্টা...।"
একথা শুনে এবার অঙ্কুশের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন দেব। তিনি বলেন, "ওঁর (শুভশ্রীর) কতক্ষণ লাগে মেকআপ করতে সত্যি করে বলো?" অঙ্কুশের উত্তর, "না ওঁর অনেকক্ষণ সময় লাগে। ২ ঘণ্টা তো লাগেই...।" তিন অভিনেতার এই মজার কথোপকথনে হেসে খুন সকলে।
টলিউড হোক কিংবা বলিউড, তারকাদের নিয়ে বরাবরই মানুষের কৌতূহল বেশি। কে কোথায় যাচ্ছেন, কী পরছেন, কার সঙ্গে কার বন্ধুত্ব জমে উঠল, আবার কাদের বন্ধুত্বের সুতোটা কিছুটা আলগা হয়েছে এই নিয়ে চর্চা লেগেই থাকে। আরও একটি বিষয় যেটি নিয়ে আলোচনার শেষ থাকে না, তা হল প্রেম। কে কার সঙ্গে ডেটিং করছেন, কাদের জীবনে এল নতুন বসন্ত, কিংবা কাদের সম্পর্কে ফাটল ধরেছে, এই সব কিছুই একেবারে 'হট গসিপ'।
নিজেদের সম্পর্কে কখনও সিলমোহর দেননই দেব- শুভশ্রী। এমনকী সম্পর্কে থাকাকালীন 'ভাল বন্ধু' বলেই নিজেদের পরিচয় দিতেন প্রকাশ্যে। বিভিন্ন সাক্ষাৎকারেও এই নিয়ে প্রশ্ন করায়, এই উত্তরই দিতেন দু'জনেই। যদিও তাঁদের ব্রেকআপের হওয়ার পরে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। বহু সাক্ষাৎকারে টলিউড সুপারস্টার বলেন যে, শুভশ্রী তাঁর জীবনের অত্যন্ত কাছের একজন মানুষ। শুধু তাই নয়, বাস্তবে তাঁর জীবনের প্রেম কাহিনির এরকম পরিণতি তিনি কনখ আশা করেননি।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বিভিন্ন সাক্ষাৎকারে বলতে শোনা গেছে, দেবের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর তিনি নাকি অনেকটা পরিণত হয়েছেন। যদিও ঠিক কী কী কারণে তাঁদের ব্রেকআপ হয়, তা কখনও প্রকাশ্যে আসেনি। তবে নায়িকার বিভিন্ন কাছের সূত্র মারফত শোনা যায়, দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে ফের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে শুভশ্রীর দীর্ঘদিন সময় লেগেছিলে।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'চ্যালেঞ্জ' ছবিতে প্রথমবার জুটিতে দেখা যায় দেব- শুভশ্রীকে। এই ছবি দারুণ সফল হয়। সেসময় থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে তা পরিণত হয় গভীর সম্পর্কে। ইন্ডাস্ট্রিতে এরপর একের পর এক ছবিতে তাঁরা অভিনয় করেন জুটি বেঁধেই। 'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', 'খোকাবাবু'-র মতো বাণিজ্যিক ছবিগুলি বিপুল লক্ষ্মীলাভ করে। এরপর ২০১৬ সালে, কৌশিক গঙ্গোপাধ্যায় দেব- শুভশ্রী জুটি নিয়ে 'ধূমকেতু' ছবিটি বানিয়েছিলেন। তবে নানাবিধ কারণে এখনও পর্যন্ত মুক্তি পায়নি এই ছবি।