টলিউড হোক কিংবা বলিউড, তারকাদের নিয়ে বরাবরই মানুষের কৌতূহল বেশি। কে কোথায় যাচ্ছেন, কী পরছেন, কার সঙ্গে কার বন্ধুত্ব জমে উঠল, আবার কাদের বন্ধুত্বের সুতোটা কিছুটা আলগা হয়েছে এই নিয়ে চর্চা লেগেই থাকে। আরও একটি বিষয় যেটি নিয়ে আলোচনার শেষ থাকে না, তা হল প্রেম। কে কার সঙ্গে ডেটিং করছেন, কাদের জীবনে এল নতুন বসন্ত, কিংবা কাদের সম্পর্কে ফাটল ধরেছে, এই সব কিছুই একেবারে 'হট গসিপ'।
শিরোনামে দেব- শুভশ্রী ও 'ধূমকেতু'। অবশেষে নানা জট কেটে, মুক্তি পেল এই বহু প্রতীক্ষিত ছবি। ১৩ বছর পরে 'দেশু' জুটিকে ফের পর্দায় দেখার উন্মাদনা চরমে। অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড়ো ব্যাটিং করেছে 'ধূমকেতু'। স্বাধীনতা দিবসের আগের দিন যেন আরও এক উৎসবে সামিল হয়েছে বাঙালি। রীতিমতো উদযাপনে মেতেছে জুটির অনুগামীরা।
বিনোদন জগতের শিল্পীদের সম্পর্ক ভাঙা বা গড়ার জন্য তাঁরা প্রায়ই শিরোনামে থাকেন। যার মধ্যে বহু জুটির ব্রেকআপ বা ডিভোর্স নিয়ে চর্চা চলে দীর্ঘদিন ধরে। এরকমই এক জুটি হল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই দুই তারকার ফ্যানেদের সংখ্যা বিপুল। এই টলিউড জুটির ব্রেকআপে পরে ন ভেঙেছিল বহু ফ্যানেদের। তবে কেন প্রেম ভেঙেছিল দেব- শুভশ্রীর? অনেকেরই অজানা আসল কারণ।
সেসময় নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেননি দেব- শুভশ্রী। এমনকী সম্পর্কে থাকাকালীন 'ভাল বন্ধু' বলেই নিজেদের পরিচয় দিতেন প্রকাশ্যে। বিভিন্ন সাক্ষাৎকারেও এই নিয়ে প্রশ্ন করায়, এই উত্তরই দিতেন দু'জনেই। যদিও তাঁদের ব্রেকআপের হওয়ার পরে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। বহু সাক্ষাৎকারে টলিউড সুপারস্টার বলেন যে, শুভশ্রী তাঁর জীবনের অত্যন্ত কাছের একজন মানুষ। শুধু তাই নয়, বাস্তবে তাঁর জীবনের প্রেম কাহিনির এরকম পরিণতি তিনি কখনও আশা করেননি।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বিভিন্ন সাক্ষাৎকারে বলতে শোনা গেছে, দেবের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর তিনি নাকি অনেকটা পরিণত হয়েছেন। যদিও ঠিক কী কী কারণে তাঁদের ব্রেকআপ হয়, তা কখনও প্রকাশ্যে আসেনি। দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে ফের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে শুভশ্রীর দীর্ঘদিন সময় লেগেছিলে। 'ধূমকেতু'-র শ্যুটিং শুরু হওয়ার অনেক আগেই ভেঙেছিল জুটির সম্পর্ক। এমনকী ছবির শ্যুটিং ফ্লোরে মাঝে মধ্যেই আসতেন রুক্মিণী মৈত্র। অর্থাৎ সেসময় তখন তাঁরা সম্পর্কে।
এদিকে দেব- শুভশ্রীর ঘনিষ্ঠ সূত্র মারফত শোনা যায়, দু'জনের মধ্যে দূরত্ব তৈরি হলেও, মূলত দেবের জন্যই ব্রেকআপ হয়েছিল। আবার নায়কের কাছের এক ব্যক্তির মতে, দেবের জীবনে রুক্মিণীর আগমনের জন্যই নাকি শুভশ্রীর সঙ্গে দূরত্ব বাড়ে। বিচ্ছেদের পরেও কৌশিক গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্য পড়ে, 'ধূমকেতু' করতে রাজি হন দু'জনে। তবে দু'জনের অনস্ক্রিন বা অফস্ক্রিন রসায়ন দেখে তা বোঝা দায়।
কাট টু ২০২৫। চাউর হল 'ধূমকেতু' মুক্তি পাওয়ার খবর। শুরুতে দেবকে নিয়ে কথা বলতে গিয়ে শুভশ্রীর চোখে- মুখে অস্বস্তি কারও চোখ এড়ায়নি। তবে এরপর, "আমার সঙ্গে বন্ধুত্ব করবে?" মঞ্চে সকলের সামনে দেবকে বলন শুভশ্রী। উত্তরে দেব বলেন... অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয়ে একসঙ্গে সামনে আসেন 'দেশু' (দেব- শুভশ্রী)। সৌজন্যে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি 'ধুমকেতু'। নজরুল মঞ্চে ছিল 'ধুমকেতু'- র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দুই তারকার ভক্তরা ভিড় জমান। এদিনের পর থেকে সোস্যাল মিডিয়াতে চলছে ঝড়। জুটির ভিডিও, নাচ, মুহূর্ত নেটমাধ্যমে রীতিমতো ট্রেন্ডিং।
ছবি মুক্তির আগের দিন নৈহাটির বড়মার মন্দিরে হাজির হয় টিম 'ধূমকেতু'। টুকটুকে লাল রঙা পাঞ্জাবি- শাড়িতে মায়ের কাছের আশীর্বাদ নিতে দেখা গেল জুটিকে। একসঙ্গে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে, একে- অপরের হাত ধরা বা কানে কানে কথা বলা, সব মুহূর্তের সাক্ষী থাকল সকলে।
প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'চ্যালেঞ্জ' ছবিতে প্রথমবার জুটিতে দেখা যায় দেব- শুভশ্রীকে। এই ছবি দারুণ সফল হয়। সেসময় থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে তা পরিণত হয় গভীর সম্পর্কে। ইন্ডাস্ট্রিতে এরপর একের পর এক ছবিতে তাঁরা অভিনয় করেন জুটি বেঁধেই। 'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', ' খোকাবাবু'-র মতো বাণিজ্যিক ছবিগুলি বিপুল লক্ষ্মীলাভ করে। এখন দেখার 'ধূমকেতু'-র বক্স অফিস সাফল্য কতটা হয়।