Advertisement

Tollywood Gossips: সেলসের চাকরি ছেড়ে অভিনয় জগতে পা রাখেন! চিনতে পারছেন এই কিশোর কে?

Ritwick Chakraborty: বি, কাজের বাইরে তাঁর ব্যাঙ্গাত্মক পোস্ট বেশ জনপ্রিয়। রাজ্য- রাজনীতি থেকে ইন্ডাস্ট্রি, হাল আমলের সব আলোচ্য বিষয় নিয়েই বুদ্ধিদীপ্ত পোস্ট করেন তিনি।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Mar 2025,
  • अपडेटेड 3:44 PM IST

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকতে হয় তারকাদের। ছবি, ভিডিও, কাজের বাইরেও ট্রেন্ডি রিলসে গা ভাসান তাঁরা। এসবের থেকে কিছুটা দূরেই থাকেন এক টলিউড অভিনেতা। নেটমাধ্যমে সক্রিয় থাকেন। তবে ছবি, কাজের বাইরে তাঁর ব্যাঙ্গাত্মক পোস্ট বেশ জনপ্রিয়। রাজ্য- রাজনীতি থেকে ইন্ডাস্ট্রি, হাল আমলের সব আলোচ্য বিষয় নিয়েই বুদ্ধিদীপ্ত পোস্ট করেন তিনি। সম্প্রতি নিজের কৈশোরবেলার দুটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। চেনা যাচ্ছে, ইনি কে? 

আসলে এতক্ষণ কথা হচ্ছিল ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে। নিজের ছবি শেয়ার করেছেন টলিউড অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, 'শিশুমেলা শিশুদিন শিশুবৎসর...'। যদিও সেসময়ের মুখের সঙ্গে এখনকার মুখের বেশ মিল আছে। শুধুমাত্র কোঁকড়ানো- ঘন চুল অনেকটা কমেছে। অভিনেতার এই ছবিগুলি দেখে অনুরাগী থেকে শুরু করে পরিচিতরা নানা রকম কমেন্টে ভরিয়েছেন কমেন্ট বক্স। 

 

আরও পড়ুন

 

'হিরো' থেকে 'অভিনেতাদের' বর্তমানে কদর বেশি। আর এই ট্রেন্ডটাকে যারা সেট করতে পেরেছেন তাঁদের মধ্যে একজন, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা ছিল অনেক ছোট বয়স থেকেই। থিয়েটারও করতেন সেসময় থেকে। তবে অনেকেরই অজানা অভিনয়কে পেশা হিসাবে বেঁছে নেওয়ার আগে, একজন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ ছিলেন ঋত্বিক। এই শিল্পর প্রতি তাঁর অগাধ ভালোবাসার জন্য শেষ পর্যন্ত সেলসের সেই চাকরি ছেড়ে পুরদস্তুর অভিনয় শুরু করেন তিনি।

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত 'শব্দ' ছবিতে ঋত্বিক বুঝিয়ে দিয়েছিলেন বাংলা কেন, ভারতীয় চলচ্চিত্র জগতেও অনেককেই টেক্কা দিতে পারেন তিনি।  শোনা যায় মৃণাল সেন এই ছবিটি দেখে তাঁকে বলেছিলেন "আমার যদি শরীর একটু ভাল থাকত, তোমায় নিয়ে কাজ করতাম।"একাধিক সম্মান ও স্বীকৃতি তো রয়েছেই। সেই সঙ্গে পেয়েছেন সকলের ভালোবাসা, আশীর্বাদ। বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম উজ্জ্বল শিল্পী তো বটেই ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও একজন ব্যক্তি হিসাবে অত্যন্ত নম্র ও 'ডাউন টু দ্য আর্থ' বলেই পরিচিত ইন্ডাস্ট্রিতে।

২০০৭ সালে 'পাগল প্রেমী' ছবির মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন এই গুণী শিল্পী। এরপর অঞ্জন দত্তের ' চলো লেটস গো' এবং ' ক্রস কানেকশন' ছবির মাধ্যমে তাঁর পরিচিতি আরও ছড়ায়। এরপর আরও একাধিক ছবিতে কাজ করে দর্শকদের বেশ কাছেই পৌঁছে গিয়েছেন ঋত্বিক। 'বাকিটা ব্যক্তিগত', 'নির্বাক', 'সাহেব বিবি গোলাম', 'বিবাহ ডায়েরিজ', 'নগর কীর্তন', 'জ্যেষ্ঠপুত্র', 'ভিঞ্চি দা', 'পরিণীতা', 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত', 'টেকো', 'ধর্মযুদ্ধ', 'সন্তান' ছাড়াও আরও একগুচ্ছ ছবি রয়েছে ঋত্বিক চক্রবর্তীর ঝুলিতে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা ও টেলিফিল্মেও অভিনয় করেছেন তিনি। সেই বেশ কয়েকটি টেলিভিশন সিরিয়ালের সংলাপ লেখার দায়িত্বও সামলেছেন। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে, ডিটেকটিভ গোরা কিংবা অ্যাডভোকেট অচিন্ত্য আইচ  রূপে দর্শকের মন আবারও জয় করেছেন তিনি।    

Advertisement

প্রসঙ্গত, ২০১১ সালে অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাসকে বিয়ে করেন ঋত্বিক। প্রেম, বিয়ে কিংবা বিয়ের পরবর্তী সময়ে কোনটাতেও তামঝাম নেই তাঁদের। বলা চলে প্রচারের আলো থেকে দূরেই থাকতে ভালোবাসেন। অপরাজিতা-ঋত্বিকের এক ছেলের নাম উপমন্যু। 


 

Read more!
Advertisement
Advertisement