তারকাদের সমীকরণ বোঝা খুবই কঠিন। এই আড়ি, আবার এই ভাব। যদিও লাইটস, ক্যামেরার সামনে তাঁরা যাই করেন, বেশীরভাগ ক্ষেত্রেই সেটা 'ইমেজ' রক্ষার্থে। এরই মাঝে সম্প্রতি শহরের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা গেল এক বিরল দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ্যে আসতেই, জোর আলোচনা নেটপাড়ায়। রাজ চক্রবর্তীর 'বর্তমান'-র প্রশংসায় পঞ্চমুখ তাঁর 'প্রাক্তন'।
ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডসে (পশ্চিমবঙ্গে) একটি পুরস্কার পান মিমি চক্রবর্তী। তাঁর হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত ছিলেন শুভশ্রী। পুরস্কার পেয়ে বাকি সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শুভশ্রীর বিষয়ে, তাঁর সামনেই অনেক কথা বললেন নায়িকা।
মিমি বললেন, "আমি এই অ্যাওয়ার্ডটি এমন একজন মহিলার হাত থেকে পাচ্ছি যাকে আমি খুবই অ্যাডমায়ার করি। আমি আরও একটা ছোট্ট গল্প বলতে চাই। বাংলা ছবিতে ও (শুভশ্রী) প্রথম মহিলা যার জিরো ফিগার ছিল। আমার মনে আছে, সেই সময় একটা ইভেন্টে যখন আমরা সবাই খাবারের উপর প্রায় ঝাঁপিয়ে পড়েছিলাম, ও একটা পাশে বসে ছিল। আমি ওঁকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, খাবে না? ও তখন জানিয়েছিল, ডায়েটের কথা। ওঁর হাত থেকে এই অ্যাওয়ার্ডটা পাওয়া অনেক বড় ব্যাপার আমার কাছে।"
এর আগে গত বছরের শেষের দিকে এক টলিউড পার্টিতে সামিল হয়েছিলেন বহু তারকা। সেখানে হাজির ছিলেন রাজ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, মহেন্দ্র সোনি, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ আরও বেশ কিছু তারকা। জমিয়ে পার্টি করেন সকলে। সেই প্রমাণ মেলে, মিমি, শুভশ্রী, অনিন্দ্যদের ইনস্টা স্টোরি থেকে। অনিন্দ্যর শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, মিমি, শুভশ্রী পাশাপাশি পোজ দিয়েছেন। মিমির কোমরে হাত দিয়ে তাঁকে পাশে থেকে জড়িয়ে রেখেছেন শুভশ্রী। দু'জনেরই পরনে কালো রঙা শর্ট পার্টি ড্রেস।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফ থেকে মিমি চক্রবর্তীকে প্রশ্ন করা হয়, রাজের সঙ্গে তিনি আর কাজ করবেন কি না? উত্তরে নায়িকা জানান, ভাল চিত্রনাট্য পেলে তিনি রাজি আছেন ফের রাজের সঙ্গে কাজ করতে। সেই সঙ্গে তিনি আরও জানান, যে পরিচালকদের সঙ্গে তিনি এতদিন কাজ করেছেন এবং যাঁদের সঙ্গে এখনও কাজ করেননি, তাঁদের সঙ্গেও কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন অভিনেত্রী। মিমি জানান, চিত্রনাট্য নিয়ে তিনি খুব বেশি বাছ বিচার করেন না। তবে কিছু সাধারণ মাপকাঠি রয়েছে তাঁর যে কোনও কাজের জন্য রাজি হওয়ার। নায়িকা বলেন, তিনি কাজের মধ্যেই থাকতে চান সব সময়।
তারকাদের সম্পর্ক ভাঙা গড়ার খবর প্রায়ই শোনা যায়। ফ্যানদের মনেও এই বিষয়ে কৌতূহল থাকে। তবে কিছু সম্পর্কের কথা দীর্ঘদিন মনে থেকে যায় সকলের। এরকমই এক চর্চিত জুটি হলেন রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তী। কর্মজীবন নিয়ে শিরোনামে থাকলেও, এই দুই তারকার ব্যক্তিগত জীবন কম চর্চিত নয়। মিমির সঙ্গে রাজের সম্পর্ক কারও অজানা না। বিষয়টা টলি পাড়ায় অনেকটা 'ওপেন সিক্রেট'-র মতোই। পার্টি থেকে অ্যাওয়ার্ড শো একই সঙ্গে দেখা যেত জুটিকে। সেসময় অনেকই ভেবেছিলেন রাজ-মিমির সম্পর্ক বহুদূর এগোবে। কিন্তু তাঁদের সম্পর্ক টেকেনি। শোনা যায় বিরসা দাশগুপ্তের ছবির শ্যুটিংয়ে তুরস্কে গিয়েছিলেন মিমি। সেখানে এক বয়সে ছোট তুরস্কের ছেলের সঙ্গে ডেটিং শুরু করেন নায়িকা। আর তার জেরেই দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয়। পরে ব্রেকআপ করেন টলিপাড়ার এই কাপল। যদিও এবিষয়ে কখনও মুখ খোলেননি দু'জনের কেউই।
রাজের পরিচালনায় 'বোঝে না সে বোঝে না', 'প্রলয়', 'যোদ্ধা:দ্য হোয়ারিয়র', 'কাটমুণ্ডু'-র মতো ছবিগুলিতে রাজের পরিচালনায় অভিনয় করেছেন মিমি। সম্পর্কে বিচ্ছেদের পর থেকে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের। যদিও এরপর থেকে সম্পর্ক নিয়ে মিমির নাম কারও সঙ্গে খুব একটা জুড়তে শোনা যায়নি। বারবারই নিজেকে 'সিঙ্গেল' বলেই দাবি করেন সাংসদ- নায়িকা। এদিকে এই ঘটনার পরে মিমি- শুভশ্রীর সম্পর্কও খুব একটা ভাল ছিল না বলেই শোনা যায়। তবে তারকাদের সম্পর্কের রসায়ন বোঝা সত্যিই কঠিন। দুই নায়িকার এরকম রসায়ন দেখে কিছুটা অবাকই হচ্ছেন অনেকে।