Advertisement

Rahul- Swastika- Sohini: 'স্বস্তিকাকে সাপ্টে চুমু খাব, আর সোহিনী...,' রাহুলের মন্তব্যে জোর চর্চা টলিপাড়ায়

Tollywood Gossips On Kissing: ২০০৮ সালে 'চিরদিনই তুমি যে আমার' ছবি দিয়ে বড় পর্দায় হাতে খড়ি প্রিয়াঙ্কার। ছবিটি বক্স অফিসে সুপার হিট হওয়ার পর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি।

রাহুল- সোহিনী- স্বস্তিকা (ছবি: ফেসবুক)রাহুল- সোহিনী- স্বস্তিকা (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 May 2025,
  • अपडेटेड 1:04 PM IST

মঞ্চ, ছোট পর্দা, বড় পর্দা, ওটিটি- সব মাধ্যমেই সফল রাহুল বন্দ্যোপাধ্যায়। এমনকী পরিচালকের চেয়ারেও বসেছেন তিনি। এছাড়াও নিজের পডকাস্ট শো চালু করেছেন। বরাবরই খোলামেলা কথা বলেন অভিনেতা। সম্প্রতি চুমু নিয়ে তাঁর করা মন্তব্যে বেশ চর্চা হচ্ছে টলিপাড়ায়। 

২১ মে ছিল আন্তর্জাতিক চা দিবস। এদিন চা নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন রাহুল। এক সংবাদমাধ্যমকে তিনি এপ্রসঙ্গে বলেন, "লোকে পঞ্চ ম'কারে ডোবে। আমি কিন্তু চা, চুমু আর চিংড়ি— এই তিন ‘চ’-এ খুশি। দিন এগিয়েছে। চায়ের নেশা বেড়েছে। চুমুর নেশাও। আমার যাবতীয় প্রেম, চুমু— অভিনেত্রীদের সঙ্গে।" 

রাহুল বলেন টলিউডের কোন নায়িকাদের সঙ্গে তিনি চুমুর দৃশ্যে অভিনয় করতে চান। তাঁর কথায়, "চা এখনও আমায় অহর্নিশ টানে। কিন্তু চুমু? না, তেমন আগ্রহ আর পাই না। হয়তো বয়স বেড়েছে। ব্যস্ততাও বেড়েছে। তার থেকেও বড়, রোমান্টিসিজমে ভাটা পড়েছে। তেমন রোমান্টিক মানুষ আর পাই কই? তার পরেও একজনকে চুমু খাওয়ার প্রবল বাসনা মাঝে মধ্যেই মাথা তুলতে চায়। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়। ওঁকে আমার খুব ভাল লাগে। স্বস্তিকাকে সাপ্টে চুমু খাব হয়তো একদিন। আর সোহিনী সরকার। বন্ধু হয়। বন্ধুকে তো আদর করে চুমু খাওয়াই যায়? ঠিক যেমন স্নেহচুম্বন এঁকে দেওয়া যায় একমাত্র ছেলে সহজের কপালে।" 

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০০৮ সালে 'চিরদিনই তুমি যে আমার' ছবি দিয়ে বড় পর্দায় হাতে খড়ি প্রিয়াঙ্কার। ছবিটি বক্স অফিসে সুপার হিট হওয়ার পর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন রাহুল। প্রথম ছবির পর থেকেই রিলের বাইরে রিয়েল লাইফেও হিট হয় এই তারকা জুটি। ২০১০ তাঁরা গাঁটছড়া বাঁধেন। তবে তার সাত বছর পর ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। অভিনয়ের পাশাপাশি ছেলে সবুজকে সময় দেওয়ার চেষ্টা করেন প্রিয়াঙ্কা-রাহুল দুজনেই। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই শেয়ার করেন সেই ছবি ও ভিডিও।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement