Advertisement

Ritabhari Chakraborty New Relationship: শাহরুখ- ঘনিষ্ঠর সঙ্গে প্রেম করছেন ঋতাভরী? নায়িকার প্রেমিককে চেনেন?

Ritabhari Chakraborty- Sumit Arora Relationship: কিছুদিন আগেই নতুন সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন টলি অভিনেত্রী। তবে নায়িকা কার সঙ্গে প্রেম করছেন তা এতদিন খোলসা করেননি। দীপাবলি উপলক্ষে অবশেষে মনের মানুষকে সামনে আনলেন।

ঋতাভরী চক্রবর্তী (ছবি: ফেসবুক)ঋতাভরী চক্রবর্তী (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Nov 2024,
  • अपडेटेड 9:13 PM IST

তারকাদের জীবন নিয়ে কৌতূহল থাকে বেশিরভাগ মানুষের। গ্ল্যামার ওয়ার্ল্ডের নানা রকম গসিপ সব সময় আলোচনায় থাকে।  সেরকমই ফের আলোচনায় ঋতাভরী চক্রবর্তী। কিছুদিন আগেই নতুন সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন টলি অভিনেত্রী। তবে নায়িকা কার সঙ্গে প্রেম করছেন তা এতদিন খোলসা করেননি। দীপাবলি উপলক্ষে অবশেষে মনের মানুষকে সামনে আনলেন। সোশ্যাল পেজে নিজেই আলাপ করিয়ে দিলেন সকলের সঙ্গে। 

কার সঙ্গে প্রেম করছেন ঋতাভরী? কী করেন তিনি? ইত্যাদি নানা প্রশ্ন এতদিন ঘুরে বেড়াচ্ছিল সকলের মনে। এবার একসঙ্গে সব প্রশ্নের উত্তর মিলল। দীপাবলির বেশ কিছু ছবি নিজের সোশ্যাল পেজে শেয়ার করেছেন নায়িকা। ছবি দেখে মনে হচ্ছে, সম্ভবত মুম্বইতে প্রেমিকের বাড়িতে এবছর দীপাবলি উৎসব উদযাপন করেছেন টলিউড নায়িকা। লাল রঙা আনারকলিতে এদিন সেজেছিলেন তিনি। তাঁর প্রেমিকের পরনে সাদা পাজামা- পঞ্জাবি। আলো- ফুলে সাজানো রয়েছে বাড়ি। 

বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন তিনি নিজেই। মনোবিদের সঙ্গে প্রেম ভাঙার পর মুম্বইয়ের খ্যাতনামী লেখকের সঙ্গে প্রেম করছেন ঋতাভরী চক্রবর্তী। অভিনেত্রীর মনের মানুষের নাম সুমিত অরোরা। বলিউডের পরিচিত নাম তিনি।

আরও পড়ুন

 

 

'জওয়ান', 'স্ত্রী','চন্দু চ্যাম্পিয়ান'-র মতো বক্স অফিস কাঁপানো ছবির সংলাপ লেখক। এছাড়াও সোনাক্ষী সিনহা অভিনীত 'দাহাদ' ও মনোজ বাজপেয়ী অভিনীত 'দ্য ফ্যামিলি ম্যান' ওয়েব সিরিজেরও সংলাপ তিনিই লিখেছেন। একটু খেয়াল করলে দেখা যায়, ২০২৩ সাল থেকে সুমিতের প্রায় সব ছবিতেই মন্তব্য করেন অভিনেত্রী। সেখানে কখনও তাঁকে 'বেবি' বলে সম্বোধন করেছেন, আবার কখনও লিখেছেন, 'তুমি আমার হিরো'।
    
কিছুদিন আগে 'বহুরূপী'-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রেমিকের জন্মদিন নিয়ে কথা বললে শোনা যায়। অভিনেত্রী বলেন, প্রেমিকের জন্মদিনের জন্য তাঁর মুম্বই যাওয়ার কথা ছিল। কিন্তু ছবির ট্রেলার মুক্তি পাবে বলে তিনি যাননি। এছাড়াও সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, "ডাক্তারবাবুর সঙ্গে বিয়েটা করছি না। তবে জীবনে একটা প্রেম আছে। এই মুহূর্তে সেটা নিয়ে কথা বলার মতো জায়গায় পৌঁছায়নি...।"    

Advertisement

প্রসঙ্গত, এর আগে ডাঃ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। তথাগত পেশায় মনোরোগ বিশেষজ্ঞ। লকডাউনের সময়েই প্রথমে বন্ধুত্ব থেকে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে তাঁদের। সংবাদমাধ্যমকে সেসময় অভিনেত্রী বলেছিলেন যে তাঁরা একসঙ্গে ফ্ল্যাট কিনে, সহবাস করছেন এবং শীঘ্রই বিয়ে পরিকল্পনা। এরপর শোনা গিয়েছিল ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করবেন ঋতাভরী- তথাগত। তবে সেসময় বিয়ের পিঁড়িতে বসেননি নায়িকা। এরপর বারবার বিয়ের জল্পনা ছড়ালেও সম্পর্ক ভেঙে যায় তাঁদের। 

 

Read more!
Advertisement
Advertisement