Advertisement

Tollywood Gossips: বিচ্ছেদের পরেও একসঙ্গেই থাকবেন! সুদীপ- পৃথা দু'জনের সোশ্যাল পেজেই বিশেষ মানুষের ছবি?

Tollywood Gossips: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রথমে পৃথা জানান, সুদীপের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। এরপর সুদীপ একটি ভিডিও করে বলেন, গোটা বিষয়টা নিতান্তই মজা করে করা এবং তাঁদের বিচ্ছেদ হচ্ছে না।

সুদীপ- পৃথা (ছবি:ফেসবুক)সুদীপ- পৃথা (ছবি:ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Apr 2025,
  • अपडेटेड 2:47 PM IST

স্টুডিওপাড়ার সম্পর্কের সমীকরণ বোঝা খুবই কঠিন। টলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক গড়ে, তেমন একের পর এক সম্পর্ক ভাঙার গুঞ্জনও শোনা যায়। গত কয়েকদিন ধরে শিরোনামে সুদীপ মুখোপাধ্যায় ও তাঁর প্রাক্তন স্ত্রী পৃথা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রথমে পৃথা জানান, সুদীপের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। এরপর সুদীপ একটি ভিডিও করে বলেন, গোটা বিষয়টা নিতান্তই মজা করে করা এবং তাঁদের বিচ্ছেদ হচ্ছে না। এরপর ফের পোস্ট করে সুদীপ জানান, তাঁদের বিচ্ছেদ হয়েছে। ফলস্বরূপ নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয় তাঁদের। 

বিচ্ছেদ ঘোষণার পরেও পৃথার ছবি শেয়ার করলেন সুদীপ। সকলের সঙ্গে ভাগ করে নিলেন আদুরে ছবি। আসলে বেশ কয়েকটি ভাল লাগার ও ভালোবাসার মুহূর্তের টুকরো কোলাজ ভিডিও আকারে শেয়ার করেছেন। সেখানে তাঁদের ছেলের সঙ্গে পৃথার ছবিও রয়েছে। নেটিজেনদের কটাক্ষ এড়াতে পোস্টের কমেন্ট সেকশনে মন্তব্য করা সীমিত করেছেন। 

 

আরও পড়ুন

 

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন পৃথা। নেটমাধ্যমে তাঁকে নিয়েও ফের আলোচনা শুরু হয়েছে। আসলে স্বার্থক ঘটক এক নামের ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করতেই চর্চা শুরু হয়। যদিও কমেন্ট বক্সে ঢুঁ মেরে জানা গেল, পৃথা সেই ব্যক্তিকে তাঁর 'মনের মানুষ' বলছেন না। স্বার্থক- পৃথা ভাল বন্ধু না তাঁর সঙ্গে অন্য কোনও সম্পর্ক বা রসায়ন আছে, তা সময়ই বলবে।  

        

ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে, দিন কয়েক আগে সুদীপ - পৃথা বিচ্ছিন্ন হয়েছেন। যদিও দুই সন্তানের কথা ভেবে আগামী দিনে এক ছাদের নীচেই বসবাস করবেন তাঁরা। সংবাদমাধ্যমকে সুদীপ বলেন, "অনেক চেষ্টা করেছিলাম, বিষয়টি এখনই যাতে প্রকাশ না হয়। পৃথা জানিয়ে দিল। ও যে আমাকে না জানিয়ে বিচ্ছেদের খবর এ ভাবে প্রকাশ্যে আনবে, এটা ভাবিনি। পৃথা আমার দুই সন্তানের মা। ওঁর বিরুদ্ধে কোনও কটূক্তি করব না। এমনিতেই সমাজমাধ্যমে ওঁকে খারাপ মন্তব্য করা হচ্ছে।" 

Advertisement

প্রসঙ্গত, প্রথম স্ত্রী অভিনেত্রী দামিণী বেণী বসুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর পৃথার সঙ্গে সম্পর্কে জড়ান সুদীপ। জানা যায়, সোশ্যাল মিডিয়া থেকেই আলাপ দু'জনের। পেশায় ওড়িশি নৃত্যশিল্পী পৃথার এটি প্রথম বিয়ে। দু'জনের বয়সের ফারাক ২৫ বছর হলেও, তা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। সুদীপ ও পৃথার দুই ছেলে রয়েছে।  


 

Read more!
Advertisement
Advertisement