খবরের শিরোনামে থাকেন অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান ও তাঁর স্বামী- অভিনেতা যশ দাশগুপ্ত। ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি, বিগত কয়েক বছরে বারবারই চর্চায় এসেছেন তাঁরা। ফের আলোচনায় জুটি। প্রশ্ন উঠছে, এবার কি পর্দার মতো বাস্তবেও একে অপরের সঙ্গে 'আড়ি' করলেন? আসলে এই গুঞ্জন ছড়াতে শুরু করেছে কারণ একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন তারকা জুটি।
ছবি, ভিডিও, পোস্ট সব আগের মতোই আছে দুজনেরই ইনস্টা পেজে। শুধু ফলোয়িং তালিকাতে আর দেখা যাছে না তাঁদের। যদিও অনেকে মনে করছেন, এটা ওঁদের কোনও 'পাবলিসিটি স্টান্ট'। অন্যদিকে কিছু মানুষের ধারণা নিজেদের মধ্যে কোনও অশান্তির জেরেই হয়তো এই কাজ করেছেন তাঁরা। যদিও এই বিষয়ে প্রকাশ্যে যশ বা নুসুরত কেউই কিছু বলেননি এখনও। তবে জুটির মধ্যে সমস্যার গুঞ্জনের আরও বেশ কিছু কারণ আছে।
যশ তাঁর ইনস্টা স্টোরিতে একটি ইঙ্গিতবহ পোস্ট ভাগ করে নিয়েছেন। সেখানে লেখা রয়েছে, 'সব শেষে, তোমার কাছে শুধু তুমিই থাকবে।' এছাড়াও বড় ছেলের সঙ্গে সমুদ্রে ভ্যাকেশনে গিয়েছেন তিনি। যদিও ইমোজি দিয়ে ছেলের মুখ ঢেকে রেখছেন তিনি। অন্যদিকে নুসরতের তরফ থেকে কোনও ইঙ্গিতবহ পোস্ট নেই। তবে তিনি আর ছেলে ঈশানকে নিয়ে পাহাড়ে ভ্যাকেশনে গিয়েছেন।
এছাড়াও, 'আড়ি' ছবি তৈরির সময় অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায় সম্পর্ক- বিয়ে নিয়ে বিশেষ টিপস দিয়েছেন যশ- নুসরতকে। একথা বিভিন্ন সাক্ষাৎকারে নিজেরাই জানিয়েছেন জুটি। মৌসুমি তাঁদের বলেছেন, নিজেদের মধ্যে সমস্যা হলেও তা বাইরের কাউকে জানতে না দিতে, নয়তো তৃতীয় ব্যক্তির আগমনে সুবিধা হয়। সেজন্যেই কি শুধু আনফলো করেছেন দু'জনে? নাকি প্রচারের স্বার্থে এরকম কাজ? সত্যি কোনটা, তা বলবে সময়।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরত জাহান। তুরস্কে বসেছিল তাঁদের বিয়ের রাজকীয় অনুষ্ঠান। এরপর কলকাতায় এসেও হয় গ্র্যান্ড রিসেপশন পার্টি। এরপর ২০২০-র শেষ দিকে নিখিলের সঙ্গে দূরত্ব- বিচ্ছেদ হয়ে, যশ দাশগুপ্তকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তিনি জন্ম দেন পুত্র সন্তানের। যশ- নুসরতের সম্পর্ক, জুটির সন্তান ঈশানের জন্ম নিয়ে আলোচনা- সমালচনার ঝড় ওঠে সেসময়। এর আগেও বহুবার সম্পর্কে জড়িয়ে ছিলেন নুসরত।