ফের শিরোনামে টলিউড ইন্ডাস্ট্রি। গত কয়েক দিন ধরে কার্যত তোলপাড় স্টুডিওপাড়া। আবারও বন্ধ শ্যুটিং। শুক্রবার থেকে সাংগঠনিকভাবে সকল পরিচালক শ্যুটিং করা থেকে নিজেদের প্রত্যাহার করার ঘোষণা করেছেন। ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার (Directors Association Of Eastern India) দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দেওয়া শর্তাবলী মেনে না নেওয়া পর্যন্ত পরিচালকদের এই প্রত্যাহার জারি থাকবে। এদিকে অন্য সুরে কথা বলছেন ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (Federation of Cine Technicians & Workers of Eastern India/ FCTWEI) সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)।
বহাল ফেডারেশন বনাম পরিচালকদের কাজিয়া
এই মুহূর্তে কার্যত দু'ভাগ টলিপাড়া। ফেডারেশনের (Federation of Cine Technicians & Workers of Eastern India) বিরুদ্ধে ফের একজোট হয়েছেন পরিচালকেরা। তাঁদের দাবি না মানলে, সঠিক সমঝোতা না হলে, শুক্রবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলার পরিচালকেরা। বৃহস্পতিবার এই ঘোষণা করেন পরিচালকদের সংগঠন। শুক্রবার সকালে স্টুডিয়োতে হাজির হন স্বরূপ বিশ্বাস। তিনি বলেন, সকাল থেকেই টলিপাড়ায় বেশির ভাগ ধারাবাহিকের শ্যুটিং নিয়মমাফিক শুরু হয়েছে। পাশাপাশি বেশ কিছু ছবির শ্যুটিংও চলছে বলে জানান তিনি। তাঁর কথায় শুধু তিনজন প্রযোজকের কাজ স্থগিতে আছে।
স্বরূপ বিশ্বাস কী বলছেন?
পরিচালকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্বরূপ বলেন টলিপাড়ার কোনও রকম কর্মবিরতির বিপক্ষে ফেডারেশন। তাঁর কথায়, "পরিচালকেরা আমাদের কাজের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু তাঁদেরও আগে নিজেদের কাজের এক্তিয়ার বোঝা উচিত। কারণ আমাদের ২৮টি গিল্ডের মধ্যে তাঁরাও অন্যতম। আমরা যে কোনও সমস্যা আলোচানা মাধ্যমে সমাধান করতে প্রস্তুত। কিন্তু আমাদের কিছু না জানিয়েই পরিচালকেরা কর্মবিরতির ঘোষণা করেছেন।"
পরিচালকদের সংগঠনের দাবি
বৃহস্পতিবার, পরিচালকদের সংগঠন সাংবাদিক বৈঠক করে। তাঁদের দাবি, "আমাদের সমস্ত দাবিগুলোকে লিখিত আকারে উত্তর দিতে হবে। মিডিয়াতে দেওয়া বা মিটিংয়ে করা মৌখিক প্রতিশ্রুতিতে আমাদের আস্থা নেই। কারণ আমরা দেখেছি জুলাই ২০২৪-এ মাননীয়া মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ (যে কোনও ভাবেই কাজ বন্ধ করা যাবে না) ফেডারেশনের কর্তা ব্যক্তিরা হেলায় অগ্রাহ্য করেছেন। যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, লিখিতভাবে জানাতে হবে তাঁরা প্রত্যেকে তাঁদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারেন। লিখিতভাবে জানাতে হবে যে, কোনও অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না। লিখিতভাবে জানাতে হবে কোন অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কারুর কোনও কাজ বন্ধ করা যাবে না।"
পরিচালকেরা আরও বলেন, "পরিচালক প্রযোজক এবং প্রোডাকশনের তরফ থেকে ফেডারেশনকে টেকনিশিয়ানদের লিস্ট শ্যুটিংয়ের আগে অবশ্যই দেওয়া হবে। কিন্তু সেই লিস্ট দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোনও পারমিশন আসার কোনও প্রশ্ন থাকবে না। প্রযোজক এবং পরিচালক নির্দ্বিধায় কাজ শুরু করতে পারবেন। লিস্ট নিয়ে কোনও সমস্যা থাকলে, তা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু কোনও অবস্থাতেই কাজ বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিতভাবে দেওয়া যাবে না। কোনও ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে তার সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে। সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে। কিন্তু কোনও ভাবেই তার কাজ আটকানো যাবে না।"
সমস্যা শুরু কীভাবে?
পরিচালকদের সংগঠনের মতে, তিন টলি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়কে অসঙ্গতির কারণ দেখিয়ে 'নিষিদ্ধ' ঘোষণার পরেই নতুন করে গিল্ড-ফেডারেশন সমস্যার সুত্রপাত। তিন জনের কাজও বন্ধ করে দেওয়া হয়। পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়। সোমবার রাতে সেট ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। হঠাৎই শনিবার রাতে শোনা যায়, আর্ট সেটিং গিল্ডের টেকনিশিয়ানেরা নাকি পরিচালকের সঙ্গে অসহযোগিতা করছেন না, মানে তাঁরা কাজ করতে চাইছেন না। এরই মাঝে রবিবার ছিল সরস্বতী পুজো। এরপর সোমবার সকালে ফের সমস্যার মুখে পড়েন পরিচালক। তাঁর কথায়, "আর্ট সেটিং গিল্ড থেকে সেখানকার সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন আমার সঙ্গে কাজ না করেন।"
মঙ্গলবার শ্রীজিৎ ফেসবুক লাইভে এসে জানান যে, তিনি খুব বিপদে রয়েছেন। পরিচালক তাঁর ফেসবুক লাইফে সিরিয়ালের সেট দেখিয়ে বলেন যে গত ২৭ জানুয়ারি থেকে তাঁর সিরিয়ালের সেট তৈরির কাজ শুরু হয়। খুব সুন্দরভাবে কাজ চলছিল, টেকনিশিয়ানরাও কাজ করছিল বলে জানান তিনি। অনেকটা সেটও তৈরি হয়ে গিয়েছে। পরিচালক এরপর বলেন, সোমবার থেকে একটা গণ্ডগোলের আভাস তাঁর কানে আসতে শুরু করে, যে সেই সেটে কাজ বন্ধ হয়ে যাবে। কারণ তিনি এমন কোনও মন্তব্য করেছেন যার থেকে টেকনিশিয়ানদের খারাপ লেগেছে। এটার কোনও প্রমাণ বা ভিত্তি নেই বলেই দাবি করেন পরিচালক।
শ্যুটিং বিভ্রাট হয় কৌশিক- জয়দীপের সঙ্গেও
গত ২৫ জানুয়ারি থেকে ফেডারেশনের রোষের মুখে পড়েন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ২৯ জানুয়ারি থেকে উত্তরবঙ্গে তাঁর নতুন ছবি 'জংলা'-র শ্যুটিং শুরু করার কথা ছিল। তবে এর কয়েকদিন আগেই টেকনিশিয়ানদের সঙ্গে কৌশিকের সমস্যার কথা জানিয়ে শ্যুটিং বাতিল করে ফেডারেশন। একইভাবে সমস্যার মুখে পড়েন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, গত বছর জুলাই মাস নাগাদ পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবির শ্যুটিং বন্ধ হওয়া নিয়ে কার্যত উত্তাল হয় টলিউড। প্রথমে হুঁশিয়ারি দিয়েও কাজ হওয়ায়, স্তব্ধ হয়ে যায় টলিপাড়া। দফায় দফায় মিটিং, অভিযোগ- পাল্টা অভিযোগ উঠতে থাকে। পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় সমস্যা সমাধান হয় সেই সময়। এই ঘটনার কিছু মাসের মধ্যেই ফের সমস্যার মুখে ইন্ডাস্ট্রি। কবে, পুরোপুরি সব ঠিক হয়ে নিজের ছন্দে ফিরবে স্টুডিওপাড়া, সেই অপেক্ষায় সকলেই।