Advertisement

'ফেলুদা'র পর এবার 'মছলিবাবা'! প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়

ফের নক্ষত্রপতন বাংলা চলচ্চিত্র জগতে। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় (Manu Mukhopadhyay)। দীর্ঘদিন ধরে ভুগছিলেন হৃদযন্ত্রের সমস্যায়। তার সঙ্গে ছিল বার্ধক্যজনিত সমস্যাও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। 

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Dec 2020,
  • अपडेटेड 1:58 PM IST
  • ফের নক্ষত্রপতন বাংলা চলচ্চিত্র জগতে।
  • প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়।
  • মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ ছবি দিয়ে সিনেমার জগতে পা রেখেছিলেন।

ফের নক্ষত্রপতন বাংলা চলচ্চিত্র জগতে। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় (Manu Mukhopadhyay)। দীর্ঘদিন ধরে ভুগছিলেন হৃদযন্ত্রের সমস্যায়। তার সঙ্গে ছিল বার্ধক্যজনিত সমস্যাও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। 

সকলের প্রিয় ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর এখনও ১ মাস হয়নি। এবার 'জয়বাবা ফেলুনাথ' - র 'মছলিবাবা'- ও পাড়ি দিলেন তারাদের দেশে। রবিবার সকাল ৯.৩৫ মিনিট নাগাদ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনু মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দাপাধ্যায়। তিনি লিখেছেন, "প্রবীণ থিয়েটার এবং চলচ্চিত্র অভিনেতা মনু বন্দোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁকে ২০১৫ সালের টেলি সম্মান অ্যাওয়ার্ডসে লাইমটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিয়েছিলাম আমরা। ওঁনার পরিবার, সহকর্মী ও গুণমুগ্ধদের আমার সমবেদনা"। 

 

আরও পড়ুন

মনু মুখোপাধ্যায় মৃত্যুর খবর নিশ্চিত করে আর্টিস্ট ফোরাম জানিয়েছে, " গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা ও ফোরামের প্রাণের মানুষ, মনু মুখোপাধ্যায়, আজ প্রয়াত হয়েছেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর নশ্বর দেহ দুপুর ১টা ৩০ মিঃ অব্দী বাড়িতে রাখা থাকবে, তারপর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।"

প্রবীণ এই অভিনেতার চলচ্চিত্র জীবন শুরু থিয়েটারের প্রম্পটার হিসেবে। এরপর ১৯৫৯ সালে মুক্তিপ্রাপ্ত মৃণাল সেনের ছবি 'নীল আকাশের নিচে' দিয়ে বড়পর্দায় পা রেখেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের সঙ্গেও কাজ করেছিলেন তিনি। 'জয় বাবা ফেলুনাথ', 'গণশত্রু', 'মৃগয়া' ছাড়াও আরও একাধিক ছবিতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসনীয়। বড় পর্দা ছাড়াও ছোটপর্দায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন তিনি। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। বর্ষীয়ান অভিনেতা মনোজ মুখোপাধ্যায় প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার গোটা চলচ্চিত্র জগতে।

 

Read more!
Advertisement
Advertisement