নতুন বছরের শুরুতেই ফের চমক। দেব-শুভশ্রী ফেসবুক লাইভে এসে দেশু৭ নিয়ে কথা বললেন। দুজনের কথোপকথনে উঠে এসেছিল পুরনো দিনের স্মৃতি। আর এইসব কথা বলতে বলতেই জানা গেল যে একটা সময়ে অনির্বাণের মতো শুভশ্রীকেও 'ব্যান' করা হয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। পাশাপাশি দেশু৭-এ অনির্বাণ ভট্টাচার্যকে যে দেখা যাবে, তা লাইভে এসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দেব।