ফেলুদা, ব্যোমকেশের মতো লম্বা, সুপুরুষ গোয়েন্দা দেখেই বাঙালি অভ্যস্ত। সেখানে একেনবাবুর মতো একজন মাঝারি উচ্চতা, চুল নেই, এমন গোয়েন্দার চরিত্র করার আত্মবিশ্বাস এল কোথা থেকে? উত্তরে কী বললেন 'একেনবাবু' অনির্বাণ? শুনুন তাঁর মুখেই।