পাভেলের ছবি 'কলকাতা চলন্তিকা'-তে দেখা যাবে বং গাই কিরণ দত্তকে। পাভেলের ছবি রসগোল্লা দেখেছে বলে জানান। কিরণ বলেন, 'প্রথম থেকেই বলে আসছি আমার বাংলা সিনেমা খুব প্রিয়। প্রচুর বাংলা সিনেমা আমার ভালো লাগে, সেগুলি নিয়ে ভিডিওও হয়েছে। বাংলা সিনেমা নিয়ে কোনও রাগ ছিলই না। তাই মজা করা যাবে না এমন না। মজার ছলে সবকিছু বলা উচিত। কৌশিক গাঙ্গুলির বিপরীতে অভিনয় করার সুযোগ ফিরিয়েছি। ভেবেছিলাম ভেবেচিন্তে ছবি করব, তাই অপেক্ষা করলাম।'