অরূপ বিশ্বাসের বিজয়া সম্মিলনীতে হলেন দুই সুপারস্টার দেব ও জিত। স্বাভাবিকভাবেই আবার প্রশ্ন উঠল, দুই পৃথিবী ২ কি আসতে পারে? ভক্তরা অপেক্ষায় কবে দুই নায়ককে একসঙ্গে দেখা যাবে সিলভারস্ক্রিনে। জবাব দিলেন দুজনেই।