ধূমকেতু মুক্তির আগে নৈহাটির বড়মার কাছে পুজো দিলেন দেব ও শুভশ্রী। পুজো দিয়ে দেব জানান, বড়মা জাগ্রত। এর আগেও পুজো দিয়েছে। তাঁদের ছবিকে ঘিরে যে উন্মাদনা সে নিয়ে শুভশ্রী বলেন,'পুরনো জুটি আমাদের'।