'আমি ঠাকুরভক্ত। মায়ের কাছে সব পেয়েছি। সামনের বছরটা সহজ হবে মনে হচ্ছে না'। রবিবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন দেব। বাংলা ছবি নিয়ে জটের কথা মুখ্যমন্ত্রীকে বলেছেন বলেও জানালেন অভিনেতা। তাঁর কথায়,'আমি যা বলার মুখ্যমন্ত্রীকে বলেছি। উনি আশ্বাস দিয়েছেন, বাংলা ছবি ভালো হওয়ার জন্য উনি পাশে আছেন'।